DIU Activities > Permanent Campus of DIU
Timeonomics.
(1/1)
Reza.:
কেন যেন আমার মনে হচ্ছে এখন টাকা কোন দুর্লভ জিনিস নয়। আমার বেশ কিছু সার্কেলে দেখেছি - কোন ভাল কাজের জন্য টাকা লাগবে? বা কারো সাহায্য লাগবে? সাথে সাথে টাকা জোগাড় হয়ে গেছে। যত লাগবে তার থেকেও অনেক বেশী। কিন্তু কাজটি ফলোআপ করার জন্য কোন ডেডিকেডেড কাউকে পাওয়া যায় না। সবাই যার যার পেশায় মহা ব্যস্ত।
এখন মানুষের কাছে সময় পাওয়া খুব কঠিন একটি ব্যাপার।
অর্থনীতি বিষয়ে টাকা বা অর্থ নিয়ে আলোচনা করা হয়। যেমন অর্থ নিয়ে সরকার কি করলে কি হয়। বা এক জন অনেক টাকা পেলে কি কি আইটেম কিনে। মানুষের হাতে প্রচুর টাকা থাকলে কি হয় - ইত্যাদি।
এখন আর 'অর্থ' কঠিন কোন কিছু নয়। এখন আমাদের কাছে 'সময়' একটি দুর্লভ জিনিস। তাই অর্থনীতির জায়গায় নতুন বিষয় - সময়নীতি নামে নতুন বিষয় পরিচিত করা যেতে পারে বলেই আমার মনে হয়। যেখানে আমরা শিখব আমাদের পরিবারে সমাজে ও পেশায় কোথায় কখন কত টুকু সময় দিলে তার ফলাফল কি হয়।
(আমার ফেসবুক স্ট্যাটাস ২৪ - ০৭ - ২০১৭ থেকে)
Navigation
[0] Message Index
Go to full version