Entertainment & Discussions > Cricket
টেস্ট অভিষেকে ৫ ওভারেই ৫ উইকেট!
(1/1)
Anuz:
টেস্ট অভিষেকেই ৫ উইকেট! দারুণ এক অর্জন। কিন্তু এই ৫ উইকেট যদি কোনো বোলার প্রথম বোলিংয়ে আসার প্রথম ৫ ওভারের মধ্যেই পেয়ে যান, তবে তো সেটি রীতিমতো রূপকথা! ক্রিকেট ইতিহাসে এমন রূপকথারই জন্ম দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার লেস্টার কিং। ১৯৬১-৬২ সালে ভারতের বিপক্ষে বল করার সুযোগ পাওয়ার ৫ ওভারের মধ্যেই তুলে নিয়েছিলেন ৫ উইকেট।
ওল্ডট্রাফোর্ড টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকেই ৫ উইকেট পেয়েছিলেন ইংলিশ পেসার টোবি-রোল্যান্ড জোন্স। তাঁর আফসোস হতেই পারে। ১৬.৪ ওভারেই ৫ উইকেট নিয়ে প্রোটিয়াদের ধসিয়ে দিলেও ৫৫ বছর আগের লেস্টার কিংয়ের সেই রেকর্ড থেকে দূরেই ছিলেন।
লেস্টারের বিধ্বংসী বোলিংয়ে ৫৫ বছর আগে ধসে গিয়েছিল ভারতের ব্যাটিং। ২৬/৫-এ পরিণত হওয়া মনসুর আলী খান পতৌদির ভারত ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল ১২৩ রানে। দুঃখজনক ব্যাপার হচ্ছে, অভিষেকেই নিজেকে দারুণভাবে মেলে ধরা লেস্টার টেস্ট খেলতে পেরেছিলেন আর মাত্র একটি। চোটে পড়ে পরের টেস্টেই বসে যেতে হয় তাঁকে। ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে পা রাখতে তাঁকে অপেক্ষা করতে হয় আরও সাত বছর। ১৯৬৭-৬৮ সালে জর্জটাউনে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলার সুযোগ মিলেছিল তাঁর।
Navigation
[0] Message Index
Go to full version