Faculty of Allied Health Sciences > Pharmacy

ময়লা......

(1/1)

Md.A.K.Azad:
আমি ময়লা, পৃথিবী ময়লা;
তুমি ময়লা, সেও ময়লা।

ময়লা ময়লা করে
কয়লা ময়লা করে।
আমি যা পরি ময়লা করি,
আমি যা ব্যবহার করি ময়লা করি;
আমি ময়লা তাই অনিচ্ছায় ময়লা করি।

আমি ময়লা অপসারন করি, পৃথিবীও অপসারন করে;
তুমিও ময়লা অপসারন কর, সেও করে।
আমি ময়লা তাড়াই হস্থ দিয়ে, রাসায়নিক দিয়ে;
পৃথিবী ময়লা তাড়াই জীবাণু দিয়ে, পচন দিয়ে।     

যে ময়লা তাড়ানো যায়না, যে ময়লা বিবেককে তাড়ায় এমন ময়লা করছিনা তো???

কুচিন্তা, চালাকিতে মনটাকে ময়লা করছিনা তো?
স্বার্থে অফিসের ফাইলটাকে ময়লা করছিনা তো?
তেল দিয়ে বসকে ময়লা করছিনা তো?
উঁচুতে থাকতে নিচুদের জীবন ময়লা করছিনা তো?
অসৎ উপার্জনে পরিবারের খাবার ময়লা করছিনা তো?
ক্ষমতার জোরে মানবতাকে ময়লা করছিনা তো?
মানুষকে অমানুষ বানিয়ে জাতিকে ময়লা করছিনা তো?
অমানুষের সম্প্রদায় গড়ে পৃথিবীকে ময়লা করছিনা তো?

ময়লা করলে পৃথিবী তোমাকে ময়লা বানিয়ে আপসারন করবে,
কটাদিন পরে...কটা বছর পরে।
ময়লা অপসারন করবে জীবাণু দিয়ে, পচন দিয়ে।

মোহাঃ এ, কে, আজাদ

Nahian Fyrose Fahim:
Meaningful :)

Md.A.K.Azad:
Thanks Madam. Take care

Navigation

[0] Message Index

Go to full version