ইউনিভার্সিটির বাস থেকে নেমে হেটে হেটে যখন বাসায় ফিরি - দেখি আমার চারপাশের মানুষদের। আর দেখি বিভিন্ন যানবাহন। কি নাই আমাদের এই ঢাকা শহরে? 
আছে মানুষের কায়িক শ্রমে চালিত রিক্সা। আছে গ্যাস চালিত সি এন জি। কখনো বা জিনিস বোঝাই ভ্যান গাড়ি। এছাড়াও আছে ব্যাটারি চালিত রিক্সা ও অটো। নন এ সি গাড়ী। এসি গাড়ি। ট্রাক মিনি মাক্সি। বাস - মিনি বাস বড় বাস। মাইক্রোবাস। কঙ্ক্রিট ভর্তি বড় ট্রাক। কাভারড ভ্যান। আছে ছোট বড় ট্রেলার। 
পথে কিছু খাবেন? আছে শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট। ফাস্ট ফুডের দোকান। চাইনিজ বিরিয়ানি তেহারি ফুচকা-চটপটি মোগলাই সিঙ্গারা সামুচা আইস্ক্রিম - কি নাই। এ সি দোকান থেকে ফুটপাত। যে যার সামর্থ্য অনুযায়ী উপভোগ করে চলেছে বিভিন্ন খাবার। 
বাসাবাড়িতেও কত বৈচিত্র্য। কেউ বাসায় এ সি গাড়িতে এ সি আবার কেউ রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে চলে ফুটপাতে বা ওভারব্রিজের উপরে। 
ঢাকা কেমন শহর? যদি বলেন বড়লোকের শহর - কেউ আপত্তি করবে না। আবার যদি বলেন শ্রমজীবী মানুষের শহর - তাও সবাই এক বাক্যে সম্মতি দিবে। যদি বলেন রিক্সার শহর তাও ভুল হবে না। আবার যদি বলেন জ্যামের শহর মনে হবে আরো সঠিক কথা।
বলতে পারেন এটা হল অভিজাত মার্কেটের শহর। আবার আপনিই বলবেন এটি ফুটপাতের দোকানের শহর।
ঢাকা কেমন শহর? 
এ সিটি অফ কনফিউশন। আমরা যারা ঢাকায় থাকি তারাও কনফিউসড যে ঢাকা একটি কেমন শহর।