Health Tips > Heart

Marriage reduces the heart attack risk

(1/1)

rumman:
বস্তু বা ক্রিয়া মানেই তার ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই থাকে। বিয়ের ক্ষেত্রেও তাই। যেমন সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বিয়ে করলে মানুষের হৃদেরাগের ঝুঁকি অনেকটা কমে যায়। এর মানে হলো, হৃদেরাগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বিবাহিত ব্যক্তির চেয়ে অবিবাহিতের অনেক বেশি।

গবেষণাটি করেছেন বার্মিংহামের ‘অ্যাস্টন ইউনিভার্সিটির’ একদল গবেষক। এতে ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা নির্দিষ্ট শ্রেণির রোগীদের নমুনা হিসেবে ধরা হয়। এসব রোগীর হয় আগে কখনো হার্ট অ্যাটাক হয়েছিল, নয়তো এরা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে ছিল। এসব রোগীকে বিবাহিত ও অবিবাহিত—এই দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়। তাতে দেখা গেছে, হৃদেরাগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বিবাহিতের চেয়ে অবিবাহিতের ১৪ শতাংশ বেশি।

কারণ হিসেবে গবেষকরা বলছেন, দাম্পত্য সম্পর্কে নারী-পুরুষের জীবনযাপনের ধরন অনেক গোছানো। যেমন—খাওয়াদাওয়া, চিকিৎসা নেওয়া ইত্যাদি।
গবেষক ড. পল কার্টার বলেন, ‘বিয়ে এবং ঘরে একজন সঙ্গী থাকলে শারীরিক এবং মানসিক ক্ষেত্রে বড় রকমের সহযোগিতা পাওয়া যায়। তবে দুজনের সম্পর্কের ধরন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ’
Source : ডেইলি মেইল।

Anuz:
I also comply with you...........

Navigation

[0] Message Index

Go to full version