Faculty of Engineering > Textile Engineering

How much land does a man need?

(1/1)

Reza.:
How much land does a man need? একজন মানুষের কতটুকু জমি প্রয়োজন?
তাকে বলা হয়েছিল সূর্যাস্তের আগে সে যতটুকু জমি ঘুরে আসতে পারবে পুরোটাই তার হবে। লোভে পড়ে সে সারাদিন বহুদূর চলল। তার মনে লোভ জেগে উঠল। আর কিছু দূর আর কিছু দূর করে বহু দূর চলল। এবার ফেরার পালা। সূর্যাস্তের আগে সে প্রানপনে দৌড়িয়ে চলল। ঘুরে পুরো জায়গাটা বেড় দেওয়ার জন্য। কিন্তু সে তা পারলো না। সূর্যাস্তের সময় সে মৃত্যুর কোলে ঢলে পড়লো। তাকে মাটিতে দাফন করা হল। পরিশেষে প্রশ্নটির উত্তর মিলল। তা হল একজন মানুষের ছয় ফুট জমি দরকার। যাতে তাকে দাফন করা হবে।
প্রতিদিন বিভিন্ন বিজ্ঞাপনে আমাদের প্রলুব্ধ করা হয় বিভিন্ন জিনিস ক্রয় করার জন্য। আমাদেরও মনে হয় আর একটু আর একটু। আমাদের লোভ সব সময় ক্রিয়াশীল থাকে। মনে হয় পৃথিবীটাই কিনে ফেলি। সবই আমাদের দরকার সবই আমাদের চাই। আমরাও টাকার পিছনে হন্যে হয়ে ঘুরি সূর্যাস্তের পরেও বহু রাত অবধি। খেয়ে না খেয়ে দৌড়িয়ে চলি টাকা নামক সোনার হরিণের পিছনে।
আমার মনে হয় পরিশেষে সবাই এই প্রশ্নের উত্তরটা মৃত্যু কালে জানতে পারে - How much money does a man need?
মৃত্যুর আগে আমরা কেউ এর উত্তর জানতে পারি না।

(আমার ফেসবুক পোস্ট থেকে।)

munira.ete:
Nice post.

Reza.:
Thank you for your comment.

Navigation

[0] Message Index

Go to full version