IT Help Desk > ICT

বন্ধ হচ্ছে গুগল ড্রাইভ অ্যাপের ডেস্কটপ সংস্করণ

(1/1)

faruque:
বন্ধ হচ্ছে গুগল ড্রাইভ অ্যাপের ডেস্কটপ সংস্করণ



গ্রাহকদের জন্য ক্লাউডে তথ্য সংরক্ষণ ও প্রবেশাধিকার সহজ করতে কাজ করছে মার্কিন সার্চ জায়ান্ট প্রতিষ্ঠান গুগল। আর এ জন্য প্রতিষ্ঠানটিকে বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে সিস্টেমে এবং পুরনো কিছু সেবাকেও বিদায় জানাতে হবে।

এরই অংশ হিসেবে ২০১৮ সালের মার্চ থেকে ম্যাক ও উইন্ডোজ প্লাটফর্মের জন্য গুগল ড্রাইভ অ্যাপ বন্ধ করার ঘোষণা দিয়েছে তারা।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিষয়টি নিয়ে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ গুগল ড্রাইভের বিকল্প হিসেবে এরই মধ্যে তাদের দুটি সেবা চালু রয়েছে। এর একটি হলো ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক, গ্রাহকরা এটি গুগল ড্রাইভের বিকল্প হিসেবে সহজেই ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে গুগল ফটোসে ছবি ও ফাইল সংরক্ষণের সুবিধা পাবেন গ্রাহকরা।

পাশাপাশি তথ্য সংরক্ষণের জন্য ড্রাইভ ফাইল স্ট্রিম সেবাটিও ব্যবহার করতে পারবে গুগল ড্রাইভ ব্যবহারকারীরা। এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য এটি চলতি বছরের মার্চে চালু করা হয়েছিল।

বিডি প্রতিদিন/ ১১ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান

Navigation

[0] Message Index

Go to full version