Faculty of Engineering > Textile Engineering

Deaths of philosophers.

(1/2) > >>

Reza.:
গুগুলের সার্চে লিখলাম Death of great thinkers.
একটি ফলাফলে আসলো উইকিপিডিয়ার Death of philosophers সাইটটি। আশ্চর্য হয়ে দেখলাম ফিলসফারদের বিশাল এক লিস্ট। যাদের সিংহ ভাগের মৃত্যু অনেক করুণ ভাবে হয়েছে। অনেকেরই মৃত্যু দন্ডের মাধ্যমে জীবন অবসান হয়েছে। লিস্টে নাম আছে প্লেটো, সক্রেটিস এদেরও।
আমাদের কাছে স্বাভাবিক মানুষ কারা?
যারা অর্থ ও ক্ষমতা পছন্দ করে। অন্ততঃ যাদের অর্থ ও ক্ষমতা আছে -
তাদের সমীহ করে। দরকারে অল্পসল্প মিথ্যা কথাও বলে।
সমস্যা বাঁধে তখনই যখন কেউ দুনিয়ার ভাল মন্দ নিয়ে চিন্তা করে। আমরা ভাবি যে আমাদের মাথা আছে শুধু টাকা পয়সা কামানোর জন্যই। আমাদের মেধা শুধু আমাদের জীবনে আরাম আয়েস নিশ্চিত করার জন্য। জীবন নিয়ে ভাবার দরকার বা সময় কোনটাই আমাদের নাই।
আমাদের কাছে স্বার্থপর মানুষেরাই স্বাভাবিক মানুষ।
চিন্তাশীল শিক্ষিত মানুষেরাই জানে কত ক্ষুদ্র স্বার্থে ভ্রান্ত পথে চলতেছে মানুষ।
সাপ বেজির জন্মগত শত্রু। তাদের সাক্ষাৎ হওয়া মানে এক মরণপণ লড়াই। ঠিক সেই রকম ভাবে সবসময়ই চিন্তাশীল মানুষেরা ক্ষমতাবানদের পথের কাঁটা হয়ে দেখা দেয়। তারাও একই রকম জাত শত্রু। তাই ফিলসফারদের অস্বাভাবিক মৃত্যুর হারও এতো বেশী।
যুগে যুগে চিন্তাশীলদের প্রতি পদে কষ্ট ও সংগ্রাম করতে হয়েছে।
আমার অনুধাবন হল আমাদের এই সমসাময়িক কাল, চিন্তাশীল মানুষদের জন্য আরো অনেক বেশী প্রতিকুল।

(আগ্রহীরা এই সাইটটি দেখতে পারেনঃ https://en.wikipedia.org/wiki/Deaths_of_philosophers)

(আমার ফেসবুক পোস্ট থেকে নেওয়া।)

Sharminte:
thanks for sharing Sir

Reza.:
Thank you for your comments.

smriti.te:
Nice post sir

munira.ete:
Nice post.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version