DIU Activities > Permanent Campus of DIU

Different dimensions of life.

(1/1)

Reza.:
পাঁচ জন অন্ধ মানুষ ছিল।
তাদের খুব ইচ্ছা হল হাতি কেমন দেখতে তা অনুধাবন করা।
একজন লোক তাদেরকে একটি হাতির কাছে নিয়ে গিয়ে বলল - এই হচ্ছে হাতি।
প্রথম অন্ধ লোক হাত দিয়ে হাতির শুঁড় ধরলো। তার মনে হল হাতি হচ্ছে নলের মত।
দ্বিতীয় অন্ধ লোক হাতির দাঁত হাতড়াতে লাগলো। তার ধারণা হল - হাতি হচ্ছে তলোয়ারের মত।
তৃতীয় জন হাতির হাতির কান ধরে ভাবল - ও হাতি তাহলে কুলার মত।
চতুর্থ জন হাতির পা ধরে ভাবতে লাগলো - হাতি হল গাছের গুড়ির মত।
শেষ জন হাতির লেজ ধরে বুঝলো যে হাতি হল রশির মত।

তাই পরিশেষে একই হাতির বর্ণনা পাঁচ জনের কাছে পাঁচ রকম হয়ে গেল। 
তারা সবাই হলফ করে বলতে পারে যে তারা কেউ মিথ্যা কথা বলতেছে না। কিন্তু তাদের অনুধাবন ও বক্তব্য সত্য থেকে কত দূরে।

অন্ধ মানুষেরা যেভাবে একই হাতি ভিন্ন ভিন্ন ভাবে অনুধাবন করে - জীবন সম্পর্কে আমাদের অনুধাবনও সেই রকম।

আমাদের যদি জিজ্ঞেস করা হয় জীবন নিয়ে - জীবনের উদ্দেশ্যটা কি? বা জীবন কিভাবে কাটানো উচিৎ?
তাহলে আমাদের বর্ণনা হবে ঠিক সেই অন্ধ মানুষদের হাতির বর্ণনার মতই। এক এক জনের কাছে এক এক রকম।
কেউ জীবনে অর্থকে সব থেকে গুরুত্ব দেবে, কেউ দেবে জীবনের আনন্দকে, কেউ বা আরাম আয়েসকে। কেননা জীবন সম্পর্কে প্রত্যেকে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছে। 
যার যার জীবনের অভিজ্ঞতা তারা ন্যায় ও সততার সাথেই বর্ণনা করে যাবে।
কেউ মিথ্যা বলবে না। কিন্তু বেশীর ভাগ সময়ই তা জীবনের সার্বিক চিত্র ফুটিয়ে তুলতে ব্যর্থ হবে।     

SSH Shamma:
 :)

Navigation

[0] Message Index

Go to full version