Science & Information Technology > Astronomy

পাঁচ মিনিটে সূর্যের ১৫০০ ছবি তুলবে নাসা!

(1/1)

Anuz:
নাসা থেকে উৎক্ষেপণ করা হয়েছে নতুন একটি রকেট। উন্নত প্রযুক্তির এই রকেটি মাত্র পাঁচ মিনিটে সূর্যের ১৫০০টি ছবি তুলবে। মূলত রেইস বা র‍্যাপিড অ্যাকিউসিশন ইমেজিং স্পেকট্রোগ্রাফ এক্সপেরিমেন্টের সাহায্যে প্রতি সেকেন্ডে সূর্যের চারপাশে যা পরিবর্তন হচ্ছে সেটিই ফ্রেমবন্দি করবে এই রককেটটি। সূর্যের চারপাশের যে এলাকায় প্রতি মুহূর্তেই বিচ্ছুরণ ঘটছে সেই এলাকাগুলোই ফ্রেমবন্দি হবে। এই রকেট রেইস এক ধরনের ডেটাপ্রডাক্ট তৈরি করবে যা বিভিন্ন ওয়েভলেন্থে সূর্য থেকে আলোকে আলাদা করবে।

বৈজ্ঞানিকরা জানিয়েছেন, বিগত কয়েক সপ্তাহ ধরে মারাত্মক পরিমাণে সচল রয়েছে সূর্য। এর ফলেই বিভিন্ন ধরনের এক্স-ক্লাস ফ্লেয়ারস সৃষ্টি হচ্ছে। নাসার যে দল এই রকেট নিয়ে কাজ করছেন, তাদের লক্ষ্য সূর্যের চারপাশের সেই সমস্ত জায়গায় লক্ষ্য রাখা যেখানে বিচ্ছুরণের সৃষ্টি হয়।  সূর্যের চারপাশের এই অঞ্চলে শক্তি ও উষ্ণতা কিভাবে একসঙ্গে কাজ করে বিচ্ছুরণ সৃষ্টি করে সেটাই দেখতে চান নাসার বিজ্ঞানীরা।

Nizhum:
Helpful post indeed

Navigation

[0] Message Index

Go to full version