IT Help Desk > ICT

সোশ্যাল মিডিয়া: অতিরিক্ত ব্যবহারে হতে পারে মারাত্মক সমস্যার কারন

(1/1)

Anuz:
সোশ্যাল মিডিয়া ছাড়া বর্তমান সময়ে চলা আসলেই মুশকিল। তবে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের ফলেও হতে পারে ক্ষতি। শরীরে দানা বাঁধতে পারে নানরকম রোগ। কীরকম সেই রোগ, জানাচ্ছেন চিকিৎসকরা।

চোখের সমস্যা-
দীর্ঘক্ষণ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে হতে পারে চোখের সমস্যাও। এর জন্য দৃষ্টি শক্তি হ্রাস পায়। অনেকেই মাথা ব্যথার মতো রোগেও ভোগেন এই জন্য।

অমনোযোগ-
বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে মনোযোগেরও নানা রকম সমস্যা হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে সমস্যায় পড়েন ছাত্রছাত্রীরা। সোশ্যাল মিডিয়াতেই দিন কেটে যায়, পড়াশোনায় আর মন বসে না।

সামাজিক অনুষ্ঠানে মানিয়ে নিতে না পারা-
সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহারের ফলে এই রোগ হওয়া স্বাভাবিক। কারণ এর ফলে বাস্তব দুনিযার সঙ্গে যোগাযোগ কমিয়ে নিতে ইচ্ছা হয় মানুষের। ক্রমে ব্যবহারকারী নিজেকে ভার্চুয়াল জগতের সঙ্গে একাত্ম বোধ করেন, বাস্তবের সঙ্গে নয়।

Navigation

[0] Message Index

Go to full version