Religion & Belief (Alor Pothay) > Islam & Science

Poverty is due to seven things:

(1/1)

rumman:
দরিদ্রতা আসে সাত জিনিসের কারণেঃ
♣দরিদ্রতা আসে সাত জিনিসের কারণেঃ
১। তাড়াহুরা করে নামায পড়ার কারণে!
২। দাঁড়িয়ে পেশাব করার কারণে!
৩। পেশাবের জায়গায় অজু করার কারণে!
৪। দাঁড়িয়ে পানি পান করার কারণে!
৫। ফুঁ দিয়ে বাতি নিভানোর কারণে!
৬। দাঁত দিয়ে নখ কাটার কারণে!
৭। পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ করার কারণে!
♣♣সচ্ছলতা আসে সাত জিনিসের কারণেঃ
১। কুরআন তেলাওয়াত করার কারণে।
২।পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে।
৩। আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে।
৪। দরিদ্র ও অক্ষমদের সাহায্য করার কারণে।
৫। গোনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে।
৬। পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদে
র সাথে সদাচরণ করার কারণে।
৭। সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে।
আল্লাহ আমাদের সবাইকে তওফিক দান করুন
——আমিন !!!

Source: DkTimes24.com

fahad.faisal:
Thanks for sharing.

Navigation

[0] Message Index

Go to full version