Faculty of Allied Health Sciences > Public Health

Smart bandage to wound

(1/1)

rumman:

সাধারণত দেহের কোথাও কেটে গেলে কয়েকবার ওই স্থানের ব্যান্ডেজ পরিবর্তন করা হয়। আর সঙ্গে হয়তো ক্ষত ভালো করার কিছুটা ক্রিম বা হাইড্রোজেল ব্যবহার করা হয়। কিন্তু এই কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে পারে এমন স্মার্ট ব্যান্ডেজ বানিয়েছেন ইউনিভার্সিটি অব নেব্রাস্কা-লিংকন, হার্ভার্ড ইউনিভার্সিটি ও এমআইটির প্রকৌশলীরা। এবার এর পরীক্ষা চালাচ্ছেন তাঁরা। প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একবার স্মার্ট ব্যান্ডেজটি জায়গামতো লাগানোর পর স্মার্টফোন থেকে কমান্ড দিলে নিজে থেকেই ক্ষতস্থানে ওষুধ লাগাবে এই ব্যান্ডেজ। এতে ব্যান্ডেজের সাধারণ সুতা বা অন্যান্য ফাইবারের বদলে বৈদ্যুতিক হিটার ও ফাইবারের সমন্বয় ব্যবহার করা হয়েছে। আর এটি ঢাকা হয়েছে তাপসংবেদী ওষুধের আস্তর দিয়ে। অন্যান্য সাধারণ ব্যান্ডেজের মতোই কাজ করে এটি—ক্ষতকে বাইরের ধুলা-বালু থেকে রক্ষা করা। আর এর সঙ্গে যুক্ত মাইক্রোকন্ট্রোলারে স্মার্টফোনের মাধ্যমে কমান্ড দিলে ব্যান্ডেজে ভোল্টেজ সরবরাহ হয়, ফলে ফাইবার গরম হয়ে ওষুধ ক্ষতে লাগে।

ইউনিভার্সিটি অব নেব্রাস্কা-লিংকনের গবেষক আলী তামায়ল বলেন, ‘এটিই এমন প্রথম ব্যান্ডেজ যা ডোজের ওপর নির্ভর করে ওষুধ লাগাতে পারে।
ভিন্ন ভিন্ন প্রোফাইল দিয়ে আপনি এতে একাধিক ওষুধও দিতে পারবেন। অন্যান্য ব্যবস্থার চেয়ে এটি একটি বড় সুবিধা। ’ সাধারণ মানুষের জন্য সাধারণ ব্যান্ডেজগুলোই যথেষ্ট। কিন্তু এই স্মার্ট ব্যান্ডেজ তাদের জন্য, যাদের ক্ষত সহজে সারছে না বা প্রতিদিন ব্যান্ডেজ পরিবর্তন করা সম্ভব নয়।

Navigation

[0] Message Index

Go to full version