Faculties and Departments > Business Administration

শিক্ষানবিশ সেলামি ও ভাতা কনফিউশন"

(1/1)

fahmidaemran:
শিক্ষানবিশ সেলামি ও ভাতা কনফিউশন"
অনেকেই বুঝতে পারিনা শিক্ষানবিশ সেলামিরর মধ্যে কোনটা আয় আর কোনটা খরচ।
আবার আয় ব্যয় ঠিক করতে পারলেও আমাদের মাঝে বড় ঘাপলার সৃষ্টি হয়, এগুলো পরিচালন আয়- ব্যয় নাকি অপরিচালন আয়-ব্যয়।
যাদের এই সমস্যা হয়,
তাদের জন্যই আজকের লেখা।
প্রথমে জেনে নেই কোনটা আয় আর কোনটা ব্যয়।
শিক্ষানবিশ সেলামিঃ যদি আপনার কোম্পানি বা কারবারে কেউ কাজ শেখার জন্য কাজ করে বা ট্রেনিং নেয়ার জন্য থাকে আর যদি তিনি কিছু টাকা তার বিনিময়ে আপনার কোম্পানি বা কারবারে দিয়ে থাকে তাহলে তাকে আমরা সেলামি বলব।
এখানে যেহেতু টাকা আসছে তাই আয়।
শিক্ষানবিস ভাতাঃ যদি আপনার কোম্পানিতে কেউ কাজ শেখার জন্য বা ট্রেনিং নেয়ার জন্য কাজ করে, আর তাকে যদি কোম্পানি থেকে কিছু টাকা পে করা হয় তখন এই টাকাকে শিক্ষানবিশ ভাতা বলা হবে।
যেহেতু এখানে কোম্পানি থেকে টাকা দেয়া হচ্ছে তাই এটি খরচ।
এখন তাহলে কিভাবে হিসাব ভুক্ত করবেন?
শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল ৪০০ টাকা।
আয় হয়েছে তাই,
নগদান হিসাব ডেঃ ৪০০
শিক্ষানবিশ সেলামি ক্রেঃ ৪০০
শিক্ষানবিস ভাতা প্রদান করা হল ৫০০ টাকা।
এখানে ব্যয় তাই,
শিক্ষানবিশ ভাতা ডেঃ ৫০০
নগদান হিসাব ক্রেঃ ৫০০
এখন কথা হচ্ছে এগুলো পরিচালন নাকি অপরিচালন আয় ব্যয়।
এই আয়-ব্যয় গুলো কিন্তু আপনার সরাসরি ব্যবসায় এর কাজ নয়।
আপনি শিক্ষানবিশ কর্মি না রাখলেও আপনার ব্যবসায় এর ক্ষতি হবে না।
তাই এই আয়-ব্যয় গুলো পরিচালন আয়-ব্যয় নয়। এগুলো অপরিচালন আয় ব্যয়।

Source: https://www.facebook.com/AccountingArea/

Navigation

[0] Message Index

Go to full version