Faculty of Engineering > Textile Engineering
Searching myself.
(1/1)
Reza.:
ভাবতেছিলাম আমি মানে কি? আমি মানে আমার পোশাক বা পরিধেয় অবশ্যই না। আমি মানে আমার চশমা মানিব্যাগ কলম ব্যাগ কোনটাই না। আমি মানে আমার হাত পা মাথা কোনটাই না। আমার নখ চুল আমি কেটে ফেলি। আমার দেহের কোষ মরে যায় আবার নতুন কোষ জন্মায়। ব্লাড সেল মরে গিয়ে আবার নতুন ব্লাড সেল তৈরি হয়। সঠিক ভাবে বলতে গেলে ওইগুলো আমার জিনিস। তাহলে আমি কোথায়? Where am I?
কেউ কেউ বলে জীন ভূত মানুষের উপর আসর করে। আমিও কি ঠিক সেভাবেই আমার সব কিছুর মাঝে আছি? আমার দেহ না থাকলে আমি নাই। আবার যেখানে আমার দেহ আছে - সেখানেই আমি আছি। সেখানেই আমি ক্ষুধা তৃষ্ণা অনুভব করি। অন্য কোথাও না।
একজনের কাছে শুনেছিলাম মানুষ মানে তার তিনটি অংশ থাকে। দেহ - মন - আত্মা।
দেহের ক্ষুধা তৃষ্ণা কষ্ট সবাই সহজেই বুঝে। খাদ্য বস্ত্র বাসস্থান তার চাহিদা। মানুষ ভেদে তার চাহিদা একই রকম থাকে। দৃষ্টি, শব্দ, স্পর্শ, স্বাদ ও গন্ধ দেহের পঞ্চ ইন্দ্রিয়কে তুষ্ট রাখে।
মনেরটা এক এক জনের কাছে এক এক রকম। সেখানে এক এক জন এক এক জিনিসে কষ্ট বা সুখ অনুভব করে। অনেক সময়ই এক জন যেটাতে আনন্দ অনুভব করে অন্যজন তাতে কষ্ট পেতে পারে। কিসে সে কষ্ট পাবে কিসে সে আনন্দ পাবে তা আগে থেকে বলা কঠিন। নিজের মনকে অনেক সময়ই অপরিচিত মনে হয়।
সময় বা বয়সের সাথে সাথে দেহ ও মনের পরিবর্তন হয়।
আত্মার ব্যাপারটা আমার কাছে কিছুটা জটিল মনে হয়। মানুষ ক্ষুধায় কষ্ট পায়। আবার ভাল খবরে মন ভাল হয়। সোল বা আত্মা হয়ত আমরা কখনো কখনো অনুভব করি আমাদের বিবেক হিসেবে।
এক্স এক্সিস, ওয়াই এক্সিস ও জেড এক্সিসের মাধ্যমে একটি বিন্দুর অবস্থান নির্ণয় করা যায়। ঠিক সেইরকম - আমার দেহ - মন ও আত্মা যেখানে আমিও সেখানে।
smriti.te:
Very good post...thanks for sharing...
munira.ete:
Nice post.
Reza.:
Thank you for your comment.
Navigation
[0] Message Index
Go to full version