Religion & Belief (Alor Pothay) > Islam & Science
অহংকার সম্পর্কে জানি এবং উহা থেকে বেঁচে থাকার চেষ্টা করি
(1/1)
momin:
আসুন আমরা সবাই অহংকার সম্পর্কে জানি এবং উহা থেকে বেঁচে থাকার চেষ্টা করি।
অন্যের চাইতে নিজেকে বড় মনে করাকেই মূলত অহংকার বলে।
অহংকার মানব স্বভাবের একটি নিকৃষ্ট একটি অংশ।
একে দমন করে সৎকর্মে লাগানোর মধ্যেই মানুষের কৃতিত্ব নির্ভর করে।
আল্লাহ্ তায়ালা বলেন,
অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করোনা এবং পৃথিবীতে গর্বভরে বিচরণ করো না। নিশ্চয়ই আল্লাহ্ কোন অহংকারীকে পছন্দ করেন না।
সূরাঃ লুকমান, আয়াতঃ ১৮
মুহাম্মদ (সাঃ) বলেন,
যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিনাম অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না।
- সহীহ মুসলিম, হাদিসঃ ৯১
একজন আলেম উক্ত হাদিছের উপর আলোচনা করতে গিয়ে বলেছেন, অহংকার ঈমানকে ধ্বংস করে। কোন লোকের মধ্যে অহংকার থাকলে তিনি ঈমানদার হতে পারেন না এবং ঈমানদার না হলে তিনি জান্নাতে যেতে পারবেন না।
অহংকারের কতিপয় নিদর্শনঃ
১) অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা,
২) অন্যের কাছে নিজের বড়ত্ব যাহির করা,
৩) অধীনস্তদের সাথে দুর্ব্যবহার করা,
৪) অন্যের আনুগত্য ও সেবা করাকে নিজের জন্য অপমানজনক মনে করা,
৫) দাম্ভিকতার সাথে সত্যকে প্রত্যাখ্যান করা,
৬) নিজের ভুলের উপরে জিদ করে অটল থাকা,
৭) মানুষের সাথে নম্রতা পরিহার করে সর্বদা কঠোর আচরণ করা,
৮) নিজেকে অভাবমুক্ত মনে করা,
৯) জ্ঞান অর্জন না করা,
১০) অন্যের উপদেশ গ্রহণ না করা ইত্যাদি
অহংকারের কারন সমূহঃ
১) জ্ঞানের স্বল্পতা,
২) বংশ মর্যাদা,
৩) পদমর্যাদা,
৪) ভালর প্রতি হিংসা,
৫) ধন- সম্পদ ,
৬) নেক আমল ।
অহংকার দূরীকরণের উপায় সমূহঃ
১) নিজের সৃষ্টি নিয়ে ভাবা,
২) মৃত্যুর কথা সর্বদা স্মরণ করা,
৩) হাশরের ময়দানে জবাবদিহিতার ভঁয়ে ভীত থাকা,
৪) আমার প্রত্যেকটি কাজ আল্লাহ্ দেখেন এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখা
৫) গরীব ও ইয়াতীমের সহযোগিতা করা,
৬) অসুস্থকে সেবা প্রদান অথবা সেবা প্রদানে সহযোগিতা করা,
৭) দম্ভভরে পৃথিবীতে পদচারনা করা থেকে নিজেকে বিরত রাখা,
৮) গোপন ও রিয়ামুক্ত আমলে নিজেকে অভ্যস্ত করা,
৯) আল্লাহর ভঁয়ে গোপনে ক্রন্দন করা,
১০) অন্যের সাথে নম্র আচরণ করা,
১১) অন্যের ভুল ক্ষমা করা,
১২) অহংকার বশত অন্যের সাথে অসদাচরণ করে ফেললে তাঁর কাছে ক্ষমা চেয়ে নেয়া,
১৩) ভুলক্রমে অহংকার প্রকাশ পেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া,
১৪) অহংকার থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া।
১৫) অগ্রগামী হয়ে অন্যের আগেই সালাম দেয়া,
হে আল্লাহ্ তুমি আমাদের সবাইকে অহংকারমূক্ত জীবন দান করুক। আমিন।।
fahad.faisal:
Thanks for sharing.
Navigation
[0] Message Index
Go to full version