কোমর ব্যথায় ভোগেন বিশ্বের ৮০ শতাংশ মানুষ

Author Topic: কোমর ব্যথায় ভোগেন বিশ্বের ৮০ শতাংশ মানুষ  (Read 1118 times)

Offline 750000045

  • Sr. Member
  • ****
  • Posts: 279
  • Test
    • View Profile
ধনী-গরীব নির্বিশেষ বিশ্বের ৮০ শতাংশ মানুষ কোমর ব্যথায় ভোগেন। অধিকাংশই এ ব্যথা নিজ থেকে চলে যায়। আর কিছু ব্যথা আছে চরম ও স্থায়ী। যা ইন্টারভেনশনের (চিকিৎসা সেবা) মাধ্যমে চিরতরে সারানো যায়।যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ইন্টারন্যাশনাল পেইন ম্যানেজমেন্ট সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. খন্দকার এম রহমান বাংলানিউজকে এসব কথা বলেন। শুক্রবার (০৫ জানুয়ারি) ধানমন্ডির গ্রিন রোডের ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টারে আয়োজিত এক কর্মশালা ও বিনামূল্যে চিকিৎসা সেবায় যোগ দেন তিনি।ডা. খন্দকার এম রহমান বলেন, ইন্টারভেনশন বা শরীরে ব্যথার সঠিক স্থানে ইনজেকশন প্রয়োগ করে ব্যথা সারানো হয়। ফলে সেখানকার নার্ভ ধ্বংস হয়ে যায়। তাই ব্যথা মস্তিষ্কে পৌঁছাতে পারে না। এভাবে রোগী ব্যথা থেকে চিরতরে মুক্তি পান।এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। বছর খানেকের মধ্যে সেই নার্ভ সেল আবারও বিনির্মাণ হয়ে যায়,’ যোগ করেন তিনি।

ডা. এম রহমান বলেন, বিশেষ কোনো কারণে মানুষের ব্যথা হতেই পারে। তবে সবচেয়ে বড় কারণ বয়স। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে হাড়ের সংযোগস্থল ক্ষয়ে যায়। এর মাঝের সংশ্লিষ্ট উপাদানে পড়ে ঘাটতি। ফলে বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা হয়।