স্মার্টফোন হতে পারে আপনার চিকিৎসক

Author Topic: স্মার্টফোন হতে পারে আপনার চিকিৎসক  (Read 1153 times)

Offline tahamedur

  • Newbie
  • *
  • Posts: 4
  • Test
    • View Profile
    • Health & Fitness
আপনার স্মার্টফোনটি আপনার সবচেয়ে প্রিয় বন্ধুই কেবল নয়, এটা হতে পারে আপনার প্রশিক্ষক, কোচ, মেডিকেল ল্যাব, এমনকি আপনার চিকিৎসকও৷
আপনার সুবিধার কথা মাথায় রেখেই বর্তমান প্রযুক্তি শিল্পে গুরুত্ব দেয়া হচ্ছে ‘ডিজিটাল হেল্থ'কে৷ বড় বড় কোম্পানিগুলো তাই এদিকেই বেশি নজর দিচ্ছে৷ স্বাস্থ্য এবং রোগের ক্ষেত্রে কীভাবে স্মার্টফোনকে কাজে লাগানো যায় সেই নিয়েই চলছে গবেষণা৷ এমন কিছু অ্যাপ তৈরি করা হয়েছে, যা আপনার হার্ট রেট, রক্তচাপ, রক্তে চিনির পরিমাণ নির্ণয় করবে৷ গুগল, অ্যাপল এবং স্যামসাং এটাকে আরও সহজ করার প্ল্যাটফর্ম তৈরি করেছে, যাতে স্মার্টফোনের সাহায্যে চিকিৎসা সেবা দেয়া যায়৷
বিশেষজ্ঞরা বলছেন, ‘‘এমন কিছু সেন্সর থাকবে যা আপনার শরীরের তথ্য সংগ্রহ করবে এবং রোগ নির্ণয় করবে৷ ফলে তাৎক্ষণিকভাবে আপনি হাসপাতাল যাওয়া থেকে রেহাই পাবেন৷ আপনি এর সাহায্যে নিজের হার্ট রেট চেক করতে পারবেন, ইলেকট্রোকার্ডিওগ্রাম করতে পারবেন৷ তাই চিকিৎসা খাতে আপনার খরচও অনেক কমবে৷''
কনসাল্টেন্সি রক হেল্থ বলছে, ‘‘চলতি বছরের প্রথম ছয় মাসেই ১৪৩টি ডিজিটাল স্বাস্থ্য কোম্পানি ২.৩ বিলিয়ন ডলার আয় করেছে৷ ২০১৪ সালে স্মার্ট গ্লাস, ফিটনেস ব্যান্ড এবং স্মার্ট ঘড়ি বিক্রি হবে প্রায় ১০ মিলিয়ন পিস৷''
ক্যালিফোর্নিয়া স্টার্টআপ এমডি রিভলিউশন এমন একটি সিস্টেম বা ব্যবস্থা তৈরি করেছে, যা দিয়ে ব্যবহারকারীরা প্রাথমিক চিকিৎসার কাজগুলো করতে পারবে৷ এর মুখপাত্র লিসা পিটারসন সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, ‘‘আমরা বিশেষ ধরনের ডিজিটাল স্বাস্থ্য সেবা তৈরি করেছি, যার মাধ্যমে পুষ্টিবিদ, মনোবিদ এর সাথে আলোচনা করার সুযোগ থাকছে৷ ফলে জটিল কোনো রোগের সমাধানও পাচ্ছেন আপনি৷''
সাম্প্রতিক কয়েকটি গবেষণায় দেখা গেছে, যারা এ ধরনের অ্যাপ ব্যবহার করছেন, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ছে তেমনি কর্মক্ষেত্রেও বেশ উন্নতি করছেন তারা৷ বিশেষ করে যাদের উচ্চরক্তচাপ এবং ডায়াবেটিস আছে, তারা এ রোগগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন সহজেই৷
Md. Tahamedur Rahman