Look at the Atlantis!

Author Topic: Look at the Atlantis!  (Read 918 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
Look at the Atlantis!
« on: April 05, 2018, 08:08:26 PM »

পৌরাণিক উপকথার বর্ণনা অনুযায়ী ঐশ্বর্যশালী শহর ‘আটলান্টিস’ প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। খ্রিস্টপূর্ব ৪০০ অব্দে গ্রিক দার্শনিক প্লেটো প্রথমবারের মতো ওই শহরের কথা উল্লেখ করেন। তাঁর মতে, প্রায় ৯ হাজার বছর আগে হারকিউলিসের পিলারের পাদদেশে আটলান্টিস দ্বীপের অবস্থান ছিল।

সম্প্রতি এক দল বিজ্ঞানী হারিয়ে যাওয়া আটলান্টিসের সন্ধান দাবি করেছেন। ইন্টারনেট, স্যাটেলাইটের ছবি ও গুগল ম্যাপের ছবি পরীক্ষা করে হারিয়ে যাওয়া আটলান্টিসের অবস্থান জানা গেছে।

এ নিয়ে ইউটিউবে প্রকাশিত ভিডিও নিয়ে বেশ শোরগোল পড়েছে। তবে সেটি আদৌ আটলান্টিস শহর কি না, তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছে। আবার অনেকেই সেটিকে আটলান্টিস শহর হিসেবে বিশ্বাসও করছে।

বিখ্যাত অনুসন্ধানকারী ব্ল্যাক কাসিনস মনে করেন, আজোরেস দ্বীপের কাছাকাছি এলাকায় আটলান্টিসের ধ্বংসাবশেষ থাকতে পারে। সাগরের তলে বিশাল এলাকাজুড়েই নানা স্থাপনা ছড়িয়ে থাকতে দেখা গেছে। প্রায় ৪১৩ মাইল এলাকাজুড়ে এসব স্থাপনার সঙ্গে প্লেটোর বর্ণনার মিল আছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, ‘গুগুল আর্থের ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে আশ্চর্য হওয়ার মতো সব দলিল

Source: কালের কণ্ঠ ডেস্ক   ৫ এপ্রিল, ২০১৮
Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar