যদি হাজার বছর বাঁচত

Author Topic: যদি হাজার বছর বাঁচত  (Read 815 times)

Offline zonaydorrahman

  • Jr. Member
  • **
  • Posts: 53
  • সহজ থাকুন সুন্দর থাকুন
    • View Profile
যদি হাজার বছর বাঁচত
« on: April 17, 2018, 12:18:46 PM »
মানুষ যদি হাজার বছর বাঁচত
তবে কি হতো ?
মানুষের বয়সের পরিধি ছোট হয়েছে বটে,
তবে তার ব্যাপ্তি বেড়েছে প্রতিটি পটে।
মানুষ উড়তে শিখেছে আকাশে
শুধুই উড়ছে অন্যকে ছাপিয়ে।
কতইবা বয়স তোমার গুনে নাহয় সত্তর
তবুও পাড়ি দিচ্ছ নীল আকাশ সমুদ্দুর।
তুমি উড়বে বলে,
কেবল আপন কল্যাণ হবে বলে,
তোমার ক্রোধ প্রতীয়মান করবে বলে,
সব ছাপিয়ে তুমি এগিয়ে যাও,
মানুষ যদি হাজার বছর বাঁচত।
Muhammad Zonaydor Rahman
Assistant Accounts Officer (F&A)
Daffodil International University.