Faculty of Science and Information Technology > Science and Information

মহাকাশে টেসলার গাড়ি

(1/3) > >>

safayet:
ইলোন মাস্কের কোম্পানি স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কোর বা স্পেস এক্সের নতুন রকেট মহাকাশে পাঠানো হয়েছে। ফ্যালকন হেভি নামের রকেটের সঙ্গে পাঠানো হয়েছে টেসলা রোডস্টার গাড়িটি। আর এবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার অবজারভেটরি পর্যবেক্ষণাগার থেকে রাতের মহাকাশে গাড়িটি দেখা গেছে বলে জানিয়েছে স্পেস.কম ওয়েবসাইট।

ওই পর্যবেক্ষণাগার থেকে ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্টের মাধ্যমে টেসলার ওই গাড়িটি শনাক্ত করা হয়। ফ্যালকন  হেভি রকেট উৎক্ষেপণের সময় টেসলা গাড়ির চালকের আসনে বসানো হয় মহাকাশ অভিযাত্রীদের পোশাক পরানো এক মানবমূর্তি।

এ সময় রেডিওতে ছাড়া হয় ডেভিড বাউয়ি’র একটি গান। গাড়ি মূলত মঙ্গলের কাছাকাছি একটি কক্ষপথের উদ্দেশে ছাড়া হয়েছিল। কিন্তু ফ্যালকন হেভি রকেটের তৃতীয় ইঞ্জিনের শক্তি ওই কক্ষপথ ছাড়িয়ে একে গভীর মহাকাশে পাঠিয়ে দিয়েছে বলে টুইটে জানিয়েছেন ইলোন মাস্ক।

munira.ete:
Nice post.

750000045:
nice post

munira.ete:
Nice post.

Saba Fatema:
Thanks for sharing.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version