পায়ের পাতা জ্বলে কেন?

Author Topic: পায়ের পাতা জ্বলে কেন?  (Read 1914 times)

Offline Md. Zakaria Khan

  • Sr. Member
  • ****
  • Posts: 376
  • active
    • View Profile
পায়ের পাতা জ্বলে কেন?
« on: February 28, 2018, 04:36:24 PM »
সমস্যাটি অনেকেরই রয়েছে। এর পেছনে কারণও রয়েছে অনেক। জুতার ফিটিংসের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসুখ যেমন- ডায়াবেটিসের কারণে পায়ের তলায় জ্বালাপোড়া হতে পারে। তবে সবচেয়ে সিরিয়াস যে কারণটি, ডাক্তারি ভাষায় তাকে বলে ‘পেরিফেরাল নিউরোপ্যাথি।’ শরীরের দূরবর্তী অংশের নার্ভগুলোতে সমস্যা দেখা দিলে এমনটি হয়। এর পেছনে যে কারণগুলো কাজ করে সেগুলো হলো- ডায়াবেিিটস, অ্যালকোহল আসক্তি, ভিটামিনের অভাব, লেড পয়জনিং ইত্যাদি। ইরাইথ্রোমেলাজিয়া নামক এক ধরনের অসুখে হাত এবং পায়ের পাতায় রক্তের সরবরাহ বেড়ে যায়। তখন এ ধরনের সমস্যা দেখা দেয়। অ্যাথলেটদের এ ধরনের সমস্যা দেখা দিতে পারে যদি জুতার ফিটিংয়ে কোনো সমস্যা থাকে। এ ক্ষেত্রে জুতা বদলালেই সমস্যার সমাধান। তবে যে কোনো ক্ষেত্রে সমস্যা অসহনীয় মাত্রায় পৌঁছানোর আগেই ডাক্তারের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ।