Faculty of Science and Information Technology > Science and Information
টেসলার মডেল এক্স কার রিভিউ করল ৯ বছরের বালক!
(1/1)
safayet:
৯ বছর বয়সী এই বালককের নাম বেনিসিও। সম্প্রতি সে টেসলার ইলেক্ট্রিক গাড়ি মডেল এক্স এর রিভিউ লিখেছে। বিষয়টি অনেকের কাছে অবাক হওয়ারই। কারণ এতো কম বয়সী একটি বালক কীভাবে একটি গাড়ির রিভিউ লিখতে পারে!
জানা যায়, বেনসিওর মায়ের নাম তামারা ওয়ার্ন। তিনি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের ট্রান্সপোর্টেশন বিষয়ক বিভাগটি দেখেন। এজন্য তাকে বাজারে আসা নতুন গাড়িগুলোতে উঠে গাড়িটি সম্পর্কে বিভিন্ন তথ্য লিখতে হয়। মায়ের সান্নিধ্যে থাকার ফলে গাড়ি নিয়ে বেশ আগ্রহ রয়েছে ৯ বছর বয়সী এই বালকেরও। তাই সে এই রিভিউটি লিখে ফেলে।
টেসলার মডেল এক্স'র রিভিউতে বেনিসিও জানিয়েছে তার কাছে গাড়িটির ফ্যালকন উইং ডোরটি ভালো লেগেছে। সে তার রিভিউতে ফ্যালকন উইং ডোরটি কীভাবে কাজ করে সেই সম্পর্কে লিখেছে।
এছাড়া বেনিসিও গাড়িটিতে থাকা নেভিগেট স্ক্রিন সম্পর্কে এবং সয়ংক্রিয়ভাবে কার পার্কিং সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা লিখেছে।
munira.ete:
Nice post.
Navigation
[0] Message Index
Go to full version