Faculty of Science and Information Technology > Science and Information
সবচেয়ে বড় আইফোন নিয়ে আসছে অ্যাপল
(1/1)
safayet:
মার্কিন টেক জায়ান্ট অ্যাপল সামনের বছর তিনটি আইফোন উন্মুক্ত করবে। আর এর মধ্যে একটি মডেল হবে আইফোন টেনের চেয়েও আকারে বড় এবং একটি মডেল থাকবে ফ্ল্যাগশিপ ফোনের ফিচারসহ কম মূল্যের।
উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ইতোমধ্যে এই ফোনগুলো উৎপাদনের কাজও শুরু হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরের দিকে ঘোষণা দেওয়া হবে এই ফোনের।
নতুন বড় আকারের এই আইফোন বিশেষভাবে ব্যবসায়িক ব্যবহারকারীদের অনেক কাজে লাগবে। তারা এই ফোন দিয়ে ইমেইল লেখা, স্প্রেডশিট ম্যানেজ করার মতো কাজগুলো অনায়াসে করতে পারবে।
অ্যাপলের সর্বশেষ উন্মুক্ত হওয়া আইফোন টেন আশানুরূপ বিক্রি হয়নি। আবার ২০১৭ সালের শেষ প্রান্তিকে অ্যাপল ৭৭.৩ মিলিয়ন আইফোন বিক্রি করেছে, কিন্তু বিশ্লেষকরা ধারণা করেছিলেন ৮০.২ ইউনিট বিক্রির।
সূত্রমতে, বড় এই আইফোনের কোডনেম ডি৩৩। তবে খরচ কমানোর জন্য এতে ওএলইডির পরিবর্তে ব্যবহার করা হবে এলইডি স্ক্রিন প্রযুক্তি।
munira.ete:
Nice post.
750000045:
good news
munira.ete:
Nice post.
Navigation
[0] Message Index
Go to full version