Faculty of Science and Information Technology > Science and Information

স্যামসাংয়ের নতুন এসএসডিতে রাখা যাবে ৫৭০০ এইচডি মুভি

(1/1)

safayet:
দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং সবচেয়ে বেশি স্টোরেজ ক্ষমতা সম্পন্ন এসএসডি উৎপাদন করতে যাচ্ছে। ৩০.৭২ টেরাবাইটের এই এসএসডি’র নাম পিএম১৬৪৩।

২.৫ ইঞ্চি আকারের এই স্টোরেজে প্রায় ৫ হাজার ৭০০ এইচডি মুভি রাখা যাবে অনায়াসে। এ ছাড়াও এই স্টোরেজ দিয়ে পরবর্তী প্রজন্মের সরকারি স্টোরেজ সিস্টেম, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতে ব্যবহার করা যাতে পারে।

এই স্টোরেজের রিড ও রাইট স্পিড যথাক্রমে ২১০০মেগাবাইট পার সেকেন্ড ও ১৭০০ মেগাবাইট পার সেকেন্ড।

উৎপাদন শুরু করলেও এই স্টোরেজ কবে নাগাদ বাজারে আসবে বা দাম কত হতে পারে সে বিষয়ে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি।

munira.ete:
Nice post.

Navigation

[0] Message Index

Go to full version