Faculty of Science and Information Technology > Science and Information
সর্বাধিক ঘড়ি সরবরাহকারী প্রতিষ্ঠান এখন অ্যাপল
(1/1)
safayet:
র্কিন টেক জায়ান্ট অ্যাপল ২০১৭ সালে বাজারে রেকর্ডসংখ্যক স্মার্টঘড়ি সরবরাহ করেছে।
সিঙ্গাপুরভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল ২০১৭ সালে এক কোটি ৮০ লাখ ইউনিট স্মার্টঘড়ি সরবরাহ করেছে। যা আগের বছরের চেয়ে ৫৪ শতাংশ বেশি। আর এ কারণে প্রতিষ্ঠানটি এখন বিশ্বের সবচেয়ে বড় স্মার্টঘড়ি নির্মাতা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর অ্যাপল ওয়াচ সিরিজ ৩ সবচেয়ে বেশি বিক্রি হওয়ার কারণেই অ্যাপল শীর্ষে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানে স্মার্টঘড়ির চাহিদা ছিল সবচেয়ে বেশি। স্মার্টওয়াচ নির্মাতা প্রতিষ্ঠান ফিটবিটকে টপকে শীর্ষ অবস্থানে এসেছে অ্যাপল।
ক্যানালিসের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে অ্যাপলের নিকট প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হলো চীনা প্রতিষ্ঠান শাওমি। এ সময়ে স্মার্টঘড়ির বাজারের ২৩ শতাংশ ছিল অ্যাপলের দখলে এবং শাওমির দখলে ছিল ২১ শতাংশ।
munira.ete:
Nice post.
Navigation
[0] Message Index
Go to full version