Faculty of Science and Information Technology > Science and Information
বিক্রি বাড়াতে কম দামের সারফেস ল্যাপটপ আনল মাইক্রোসফট
(1/1)
safayet:
শীর্ষ সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট সারফেস ল্যাপটপ কেনা আরও সহজ করে দিল। টু-ইন-ওয়ান হাইব্রিড নোটবুক সারফেস প্রো এর নতুন একটি সংস্করণ বাজারে এনেছে মাইক্রোসফট, যার মূল্য হবে অন্যগুলোর থেকে অনেক কম।
কম মূল্যের এই সংস্করণটিতে আছে ইনটেল কোর এম৩ প্রসেসর, ৪জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ। কম মানের প্রসেসর ব্যবহার করায় এই সংস্করণটি আগের ৯৯৯ ডলার দামের সংস্করণটির চেয়ে ধীর গতির হবে। আগের সংস্করণটিতে কোর আই৫ প্রসেসর ব্যবহার করা হয়েছিল।
এছাড়াও নতুন সংস্করণে ১২.৩ ইঞ্চি ডিসপ্লে, ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬১৫, ডুয়েল ক্যামেরা এবং ১৩.৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ রয়েছে। আর শুরুর দাম ৭৯৯ মার্কিন ডলার।
মাইক্রোসফট ২০১৭ সালের চতুর্থ প্রান্তিকে তার আগের বছরের একই সময়ের তুলনায় সারফেস বুক থেকে মাত্র ১ শতাংশ বেশি অ্যায় করেছে। আর তাই বিশ্লেষকদের ধারণা বিক্রি বাড়ানোর জন্য মাইক্রোসফট নতুন এই পরিকল্পনা হাতে নিয়েছে।
munira.ete:
Nice post.
750000045:
great news
munira.ete:
Nice post.
Navigation
[0] Message Index
Go to full version