Faculty of Science and Information Technology > Science and Information

গ্যালাক্সি এস৯, এস৯ প্লাসের নতুন ফিচার 'ইন্টেলিজেনস স্ক্যান'

(1/1)

safayet:
দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোন এস৯ ও এস৯ প্লাস ইতোমধ্যে উন্মুক্তের সময় নিশ্চিত করেছে। আর এবার স্যামসেন্ট্রাল ওয়েবসাইটে এই নতুন ফ্ল্যাগশিপ ফোনের নতুন ফিচারের খবর প্রকাশ করা হয়েছে। ওই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নতুন ফিচারের নাম 'ইনটেলিজেন্ট স্ক্যান'।

বলা হয়েছে নতুন এই ফিচারে সঠিকতা এবং নিরাপত্তা উন্নীত করা হয়েছে ফলে অতিরিক্ত আলো কিংবা কম আলো উভয় সময়েই ব্যবহার করা যাবে এই ফিচার। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইন্টেলিজেন্স স্ক্যান থাকার পরেও স্যামসাং এই ফোনে ফেস স্ক্যান ও আইরিশ স্ক্যান ফিচার রেখেছে। তবে আইরিশ স্ক্যানার ও ইনটেলিজেন্স স্ক্যানার একই সময়ে ব্যবহার করা যাবেনা। এছাড়াও নতুন এই ফ্ল্যাগশিপ ফোনে থাকবে বেজেল বিহীন ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর এবং ৬জিবি পর্যন্ত র‍্যাম।

munira.ete:
Nice post.

Navigation

[0] Message Index

Go to full version