Faculty of Science and Information Technology > Science and Information
আইফোনে ধীরগতি, আসছে নতুন আপডেট
(1/1)
safayet:
আগামী মাসে আইওএসের একটি আপডেট আনা হচ্ছে। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক ১৭ জানুয়ারি বুধবার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি দাবি করেন, এই হালনাগাদেই (আপডেট) আইফোনের ব্যাটারি সমস্যার সমাধান হবে।
টিম কুক জানিয়েছেন, আইওএস আপডেট আনা হলে গ্রাহক আইফোনের ব্যাটারি কর্মক্ষমতা কমাবেন কিনা তা নিয়ন্ত্রণ করতে পারবেন নিজেরাই।
প্রতিষ্ঠানের 'ইচ্ছাকৃত' কর্মক্ষমতা কমিয়ে দেয়ার কারণ ব্যাখ্যা করে কুক বলেন, 'আমাদের সিদ্ধান্তের মূলে থাকেন গ্রাহক। গ্রাহকদের কথা ভেবে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে যারা মনে করছেন, অন্য কোনো উদ্দেশ্যে আমরা এমনটা করেছি আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি।'
Navigation
[0] Message Index
Go to full version