Faculty of Science and Information Technology > Science and Information
সাইডবারে ফিঙ্গার প্রিন্ট যুক্ত মেইজুর নতুন ফোন উন্মুক্ত
(1/1)
safayet:
নানা গুজবের পরে চীনা প্রতিষ্ঠান মেইজু নতুন ফোন ‘মেইজু এম৬এস’ আনুষ্ঠানিক উন্মোচন করল মেইজু। আগামী ১৯ জানুয়ারি থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে। দাম নির্ধারণ করা হয়েছে ১৫৫ মার্কিন ডলার। তবে ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরির সংস্করণটির মূল্য ১৮৬ মার্কিন ডলার।
এই ফোনের স্পেসিফিকেশনে রয়েছে ৫.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে রেজুলেশন ১৪৪০×৭২০ পিক্সেল। বর্তমান ট্রেন্ড ১৮:৯ রেশিওর ফুলভিউ ডিসপ্লে রয়েছে এই ফোনে। প্রসেসর হিসেবে রয়েছে এক্সিনোজ ৭৮৭২ চিপসেট। এর মধ্যে দুটি কোর ২.০ গিগাহার্টজ কটেক্স এ৭৩ এবং বাকি চারটি কোরে রয়েছে ১.৬ গিগাহার্টজ কটেক্স এ৫৩। ৩ গিগাবইট র্যাম ছাড়াও ৩২ ও ৬৪ গিগাবাইট র্যামের সংস্করণে পাওয়া যাবে ডিভাইসটি।
munira.ete:
Nice post.
Navigation
[0] Message Index
Go to full version