Faculty of Science and Information Technology > Science and Information

আবারও চাঁদে মানুষ পাঠাবে নাসা

(1/1)

safayet:
নাসা জানিয়েছে, ২০২০ সাল থেকে আবারও চাঁদে মানুষ পাঠানোর কার্যক্রম শুরু করতে চায় তারা। ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার নাসার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবার্ট লাইটফুটের বরাত দিয়ে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম স্পেস নিউজ।

কিছুদিন আগেও নাসার লক্ষ্য ছিল মঙ্গলে মানুষ পাঠানো। সম্প্রতি স্পেস ট্রান্সপোর্টেশন অ্যাসোসিয়েশনের এক বৈঠকে তিনি নাসার ২০৩০ সাল পর্যন্ত ঠিক করা কর্ম পরিকল্পনা বর্ণনা করেন। এতে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা বাদ দিয়ে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা ঠিক করা হয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে নাসার বাজেট কিছুদিন আগে ঘোষণা করা হয়। এতেও চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনার কথা বলা হয়।

চাঁদে মানুষ চালিত মহাকাশযান অবতরণের জন্য একটি লুনার স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা করেছে নাসা। এর নাম হবে লুনার অরবিটাল প্ল্যাটফর্ম গেটওয়ে (আগে এর নাম ছিল ডিপ স্পেস গেটওয়ে)। ২০২২ সালে এর প্রথম অংশ, পাওয়ার অ্যান্ড প্রপালশন ইউনিট উৎক্ষেপণ করা হবে।

750000045:
thanks

munira.ete:
Nice post.

Navigation

[0] Message Index

Go to full version