Faculty of Science and Information Technology > Science and Information

‘নিয়ার শেয়ার’ ফিচার নিয়ে কাজ করছে গুগল ও মাইক্রোসফট

(1/1)

safayet:
তার বিহীন ওয়ারলেস সংযোগ বা ব্লুটুথের মাধ্যমে এক কম্পিউটার থেকে নিকটস্থ অপর একটি কম্পিউটারে ফাইল আদান-প্রদানের ফিচার নিয়ে কাজ করছে সার্চ জায়ান্ট গুগল এবং কম্পিউটারের অপারেটিং সিস্টেম জায়েন্ট মাইক্রোসফট।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী অ্যাপলের  ‘এয়ারড্রপ’ ফিচারের আদলে তৈরি মাইক্রোসফটের ‘নিয়ার শেয়ার’ ফিচারটি উইন্ডোজ ১০ সংষ্করণটিতে পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে।

এর মাধ্যমে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটার থেকে একই অপারেটিং সিস্টেমে যেকোনো ফাইল বা ছবি ব্লুটুথ শেয়ারিং এর মাধ্যমে অতি দ্রুত আদান-প্রদান করা যাবে। তবে কম্পিউটারগুলোকে কাছাকাছি থাকতে হবে।

জানা গেছে, এই নিয়ার শেয়ার ফিচারটি উইন্ডোজ ১০ এর নোটিফিকেশন সেন্টার অপশনে পাওয়া যাবে। এ ছাড়া যখন কেউ এই ফিচারটি ব্যবহার করে নিকটস্থ কম্পিউটারে কোনো ফাইল প্রদান করবেন তখন যিনি এই ফাইল গ্রহণ করবে তিনি একটি নোটিফিকেশন পাবেন।

উল্লেখ্য, নিয়ার শেয়ার ফিচারটি উইন্ডোজ ১০ এর সর্বশেষ সংষ্করণে পাওয়া যাবে।

munira.ete:
Nice post.

Navigation

[0] Message Index

Go to full version