Faculty of Science and Information Technology > Science and Information
বৈদ্যুতিক গাড়ি তৈরিতে ৭৬৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে ফোর্ড
(1/1)
safayet:
চীনা ফার্ম জোটাইয়ের সাথে যৌথভাবে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের জন্য ৭৬৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীন সফরে বেইজিংয়ে পৌছানোর পরপরই এ ঘোষণা দিল ফোর্ড।
চীন সরকার রাস্তা থেকে গ্যাস চালিত গাড়ির সংখ্যা কমানোর পরিকল্পনা করছে। অর্থাৎ, পরিবশে ভালো রাখতে চীনের রাস্তায় বৈদ্যুতিক গাড়ি নামানোর চেষ্টা করছে দেশটির সরকার। আর ফোর্ডের সাথে চীনা ফার্মের এ ধরনের উদ্যোগ সেই পরিকল্পনা বাস্তবায়নেরই ইঙ্গিত দিচ্ছে। তাছাড়া ২০১৯ সালের মধ্যে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে নতুন শক্তিচালিত গাড়ি তৈরির জন্যও তাগাদা দেবে চীনা সরকার।
প্রতিষ্ঠানদ্বয় জোটাই ফোর্ড অটোমোবাইল কোম্পানি নামে যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছে। যৌথ প্রযোজনার এই প্রতিষ্ঠানটি চীনের জন্য বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফোর্ড। চীনের বৈদ্যুতিক গাড়ি ইন্ডাস্ট্রিতে জোটাই সর্ববৃহৎ অবস্থানে আছে বলে জানিয়েছে ফোর্ড। এ বছর প্রতিষ্ঠানটি প্রায় ২২,৫০০ বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। ফোর্ড গত বছর বিশ্বব্যাপী অন্তত ছয় মিলিয়ন গাড়ি বিক্রি করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের ব্যবসায়িক চুক্তি সম্প্রসারণে ১০ নভেম্বর শুক্রবার কথা বলবেন ট্রাম্প এবং শি জিনপিং।
710001113:
thanks
munira.ete:
Nice post.
Navigation
[0] Message Index
Go to full version