Faculty of Science and Information Technology > Science and Information

মনের কথা শুনবে মাইক্রোসফটের ডিভাইস

(1/1)

safayet:
মানুষের মনের ভাব বুঝে কাজ করতে সক্ষম ডিভাইস আনতে নতুন পেটেন্টের অনুমোদন পেয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

মেইল অনলাইনের এক খবরে বিষয়টি জানানো হয়েছে।

মাইক্রোসফটের ওই ডিভাইস ব্যবহারকারীর মাথায় সেন্সরযুক্ত একটি ব্যান্ড লাগানো থাকতে পারে। এটি মস্তিষ্কের তথ্য বুঝতে পারবে। এর মাধ্যমে ব্যবহারকারীর মনের ভাব দিয়েই কোনো অ্যাপ খুলতে পারবেন। এ জন্য আলাদা কোনো অঙ্গভঙ্গির দরকার হবে না।

মেইলের প্রতিবেদনে জানানো হয়, ইইজি রিডিংয়ের মতো সিগন্যাল পাঠাবে ব্যান্ডে লাগানো সেন্সর। এই সিগন্যাল ডিকোড করে উপযুক্ত অ্যাপগুলো খুলবে ও সেগুলো চালানো যাবে। ডিভাইসটি দিয়ে যেকোনো ধরনের অ্যাপই নিয়ন্ত্রণ করা যাবে।

পেটেন্টে ভিডিও গেমস, অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি সিমুলেটর, ত্রিমাত্রিক মডেলিং সফটওয়্যার, ওয়েব ব্রাউজার ও ওয়ার্ড প্রসেসরের কথা বলা হয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের ভাষ্য, মাইক্রোসফট তাদের এই প্রযুক্তি দিয়ে ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে ৬০ জন প্রকৌশলী।

710001113:
thanks

munira.ete:
Nice post.

Navigation

[0] Message Index

Go to full version