Faculty of Science and Information Technology > Science and Information

অ্যান্ড্রয়েড ওরিও'র চমৎকার ৪টি ফিচার

(1/1)

safayet:
সম্প্রতি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৮.০ বা ওরিও উন্মুক্ত হয়েছে।  ধারণা করা হচ্ছে গুগলের পিক্সেল ২ ও পিক্সেল এক্সএল ২ স্মার্টফোনে থাকবে এই ওএস। এবং অন্যান্য কিছু স্মার্টফোন ও এই ওরিও হালনাগাদ পেতে শুরু করেছে।

আর এখানে দেওয়া হল নতুন এই সংস্করণের ৪টি চমৎকার ফিচার-

পিকচার-ইন-পিকচার মোড- পিকচার ইন পিকচার মোড ফিচার দিয়ে স্মার্টফোন বা ট্যাবে একই সঙ্গে দুটি কাজ করা যাবে। অর্থাৎ ব্যবহারকারি ভিডিও কল বা ভিডিও দেখার সময়েও ব্যাকগ্রাউন্ডে একই সময়ে অন্য অ্যাপ ব্যবহার করতে পারবে।

নতুন ইমোজি- গুগল প্রায় দেড় বছর ধরে নতুন ইমোজি নিয়ে কাজ করার পর ব্যবহারবান্ধব নতুন ইমোজি যুক্ত করেছে ওরিওতে।

কাস্টমাইজ নোটিফিকেশন- অনেক অপ্রয়োজনীয় নোটিফিকেশন থেকে বাঁচতে রয়েছে নোটিফিকেশন ব্যবস্থাপনা সুবিধা। সব ধরনের অ্যাপ এর নোটিফিকেশনগুলো নিজের ইচ্ছামতো কাস্টমাইজ করে নেওয়া যাবে এখানে।

অটোফিল- ওরিওতে গুগলের পাসওয়ার্ড এর জন্য বিশেষ সুবিধা রয়েছে। ব্যবহারকারীরা তাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করলে অটোফিল ফ্রেমওয়ার্ক আইডি-পাসওয়ার্ড পূরণ করে দেবে। ডেভেলপারদের ক্ষেত্রে তাদের অ্যাপে অটোফিল এপিআই দিয়ে রাখতে হবে।

munira.ete:
Nice post.

Navigation

[0] Message Index

Go to full version