Faculty of Science and Information Technology > Science and Information

পোস্টের স্ক্রিনশট নিলেই জানিয়ে দেবে ইনস্টাগ্রাম

(1/1)

safayet:
ফেসবুক মালিকানাধীন ইমেজ শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ইনস্টাগ্রামের কোনো ব্যবহারকারীর পোস্ট অন্য কেউ রেকর্ড করলে অথবা স্ক্রিনশট নিলে তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা চলে আসবে।

দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানানো হয়, ইনস্টাগ্রামের স্টোরি ভিউ সেকশন থেকে কেউ স্ক্রিনশট নিলে একটি স্টার আইকন দেখা যাবে। এর মধ্য দিয়ে ব্যবহারকারী নিশ্চিত হবেন যে, তার পোস্টটি রেকর্ড করা হয়েছে। ব্যবহারকারীর স্মার্টফোন ফ্লাইট মোডে থাকলেও ফিচারটি কাজ করবে।

এই ফিচার ছাড়াও 'রিগ্রাম' নামের আরেকটি ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে ইনস্টাগ্রাম।

710001113:
thanks

munira.ete:
Nice post.

Navigation

[0] Message Index

Go to full version