Faculty of Science and Information Technology > Science and Information

ফেসবুকে পরীক্ষামূলক ‘ডাউনভোট’ অপশন

(1/1)

safayet:
সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকে নেই কোনো অপছন্দ করার সুযোগ। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বরাবর ‘ডিজলাইক’ অপশনের বিপক্ষে রয়েছেন। আর এ কারণে ফেসবুকে ‘লাইক’-এর জায়গায় যুক্ত হয়েছে ছয় ধরনের প্রতিক্রিয়া জানানোর অপশন। তবে এবার উল্টো পথে হাঁটছে ফেসবুক।

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনেক ব্যবহারকারী মাইক্রো ব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন, তারা হঠাৎ করেই ফেসবুকে ‘ডাউনভোট’ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। পোস্টের নিচের এই অপশনে অপছন্দের কোনো কিছু থাকলে ব্যবহারকারী ক্লিক করে মন্তব্য করতে পারবেন।

সংবাদ মাধ্যম দ্য ডেইলি বিস্ট-এর প্রতিবেদক টেইলর লরেঞ্জ জানান, ফেসবুকের একটি সংস্করণে এই ‘ডাউনভোট’ বাটন রয়েছে যা কিছু কিছু ব্যবহারকারী দেখতে পারছেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলকে ফেসবুকের একজন মুখপাত্র জানান, পাবলিক পেজ বা পোস্ট সম্পর্কে প্রতিক্রিয়া দেওয়ার জন্য একটি ফিচার নিয়ে পরীক্ষা চালানো হয়েছে। তবে এই ফিচার মার্কিন যুক্তরাষ্ট্রের অল্প কিছু সংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে।

710001113:
thanks

munira.ete:
Nice post.

Navigation

[0] Message Index

Go to full version