Faculty of Science and Information Technology > Science and Information

ফেসবুকে বিশ্বস্ত সংবাদের উৎস যাচাই করা হবে

(1/1)

safayet:
সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ফেসবুক নিউজ ফিডে প্রকাশকদের কনটেন্টের চেয়ে বন্ধু ও পরিবারের সামাজিক যোগাযোগ সম্পর্কিত কনটেন্টকে বেশি প্রাধান্য দেওয়ার কথা এর আগে জানিয়েছিলেন। আর এবার ঘোষণা অনুযায়ী প্রথম পদক্ষেপের কথা বললেন। জাকারবার্গ জানিয়েছেন, ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদের উৎস বাছাই করা হবে।
তিনি জানান, ব্যবহারকারীর নিউজ ফিডে আগে যেখানে পাঁচ শতাংশ সংবাদ দেখা যেত এখন তা হবে চার শতাংশ।
তিনি আরও জানান, ফেসবুক কর্মকর্তারা নয় বরং ব্যবহারকারীরাই ঠিক করবেন বিশ্বস্থ সংবাদ মাধ্যম। আর এর ভিত্তিতে ফেসবুক নির্ভরযোগ্য, তথ্যপূর্ণ এবং স্থানীয় সংবাদ ব্যবহারকারীকে বেশি দেখাবে। 

710001113:
thnx

750000045:
thanks

munira.ete:
Nice post.

Navigation

[0] Message Index

Go to full version