Faculty of Science and Information Technology > Science and Information
ইন্টারনেটে এখন মোট ডোমেইন নাম কতগুলো?
(1/1)
safayet:
ইন্টারনেটে বর্তমানে ডোমেইন নামের নিবন্ধনসংখ্যা বেড়ে প্রায় ৩৩ কোটি ৭০ লাখে দাঁড়িয়েছে। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার ইন্টারনেট নিরাপত্তা ও ডোমেইন নামের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ভেরিসাইন এই তথ্য প্রকাশ করেছে।
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইন্টারনেটে সব টপ–লেভেল ডোমেইনস (টিএলডিএস) মিলিয়ে নিবন্ধিত ডোমেইনের সংখ্যা এটি। ভেরিসাইনের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরে ডোমেইন নাম নিবন্ধন ১.১ শতাংশ বেড়েছে। এবং তৃতীয় প্রান্তিকে নতুন করে ডটকম ও ডটনেট ডোমেইন নিবন্ধন হয়েছে ৮৯ লাখ।
ভেরিসাইন অনুযায়ী, ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকে ডটকম ও ডটনেট নিবন্ধিত হয়েছিল ৮৩ লাখ।
710001113:
thnx
750000045:
its really helpful post. thanks for the post
710001113:
thanks
munira.ete:
Nice post.
Navigation
[0] Message Index
Go to full version