Outsourcing > SEO (Search Engine Optimization)

Freelancing ক্যারিয়ার এবং SEO

(1/1)

Tanvir Shifat:
SEO  কিছুদিন আগেও লো রেট কাজ ছিল । এতে বর্তমানে odesk এ প্রচুর কাজ আছে । আর কাজগুলোতে আপনাকে দীর্ঘমেয়াদে hire করবে বায়ার । ODESK এ বর্তমানে এর সর্বনিম্ন রেট ০৩ ডলার । অর্থাৎ বায়ার আপনাকে  হায়ার করলে সর্বনিম্ন ০৩ ডলার এর নিচে দিতে পারবেনা । এটা ওডেস্ক এর নিয়ম ।



দিনে যদি ০২ ঘন্টাও কাজ করেন তবে দিনে ০৬ ডলার ,এটা বললাম মিনিমাম , সাধারনত বায়ার দিনে ০৪ থেকে ০৫ ঘন্টা কাজ চাইবে বায়ার , তাহলে ভাবুন আপনার আয়। তবে এর জন্য আপনাকে হাতে কলমে দক্ষ হতে হবে । কোন কোচিং এ ভর্তি হলে ১০০০০ টাকা নেবে । সময় লাগবে ০২ থেকে ০৩ মাস ।
devastate বা blackiz it তে শিখতে পারেন outsourcing institute বা itbari.com এর টিউটোরিয়াল থেকে শিখতে পারেন । তবে মার্কেটপ্লেসে নামার আগে practical ভাবে একটা সাইট এর seo করে অভিজ্ঞতা বা portfolio তৈরি করুন । আর seo শেখা থাকলে আপনি নিজস্ব ওয়েবসাইট তৈরি করে আর্ন করতে পারবেন । তবে মূল কথা অধিক চর্চা না করলে শিখলে seo , web , design , graphics কোনটাতেই সাফল্য পাবেননা । কারন এখানে প্রথম কাজ পাওয়া খুব কঠিন , আর এখানে কাজ করতে গেলে আপনি ঘরে বসে ইনকাম বলতে এটা বুঝবেননা কোনরকম কাজ শিখে ঘরে বসে যা খুশি তাই করা নয়!

আপনার উপর BANGLADESH এর সুনাম নির্ভর করছে । আর আপনি তৈরি তবে হবেন আন্তর্জাতিক মানের freelancer হিসেবে । তবেই অর্থ ও সম্মান পাবেন আপনি । কষ্ট না করলে কেষ্ট মিলবেনা এটা মনে রাখবেন । আর freelancing -  joking , MLM বা ptc না ।
freelancer দের উপার্জন শুনতে আমাদের ভালো লাগে , কিন্তু তাদের পিছনের কষ্টের কাহিনীটাও জানুন । আর আপনার স্থানীয় পর্যায়ে কোথাও ভর্তি হতে চাইলে ভালো করে খোজ নিয়ে ভর্তি হোন ।কোচিং সেন্টার যারা seo শেখায় তাদের syllabus এর সাথে video tutorial এর syllabus এর মিল আছে কিনা দেখুন...তারা শিখানোর পাশাপাশি নিজের কাজ করে কিনা মার্কেট প্লেসে সেটা খুজ খবর নিন। এটা খুবই জরুরী।

মনে রাখবেন Outsourcing নামে কোন কোর্স দুনিয়ার কোথাও কিন্তু নেই।

#Happy_Learning

sazirul:
Thanks for Sharing!  :) :)

Navigation

[0] Message Index

Go to full version