Faculty of Science and Information Technology > Science and Information

গুগলের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড পি’

(1/1)

safayet:
সার্চ জায়ান্ট গুগল পিক্সেল সিরিজের স্মার্টফোনের জন্য ‘অ্যান্ড্রয়েড পি’ অপারেটিং সিস্টেমের ডেভলপার প্রিভিউ প্রকাশ করেছে। অ্যান্ড্রয়েড ওরিও’র পরে এটিই গুগলের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেম।

অবশ্য এই অপারেটিং সিস্টেমের পুরা নাম এবং ফিচার চলতি বছরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হবে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ডেভলপার প্রিভিউতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। অ্যান্ড্রয়েড পি’তে অ্যাপ ডেভলপারদের স্পেসের কথা মাথায় রেখে অ্যাপ ডিজাইন করতে হবে। ডিসপ্লের মধ্যে ক্যামেরা, ফেসআইডি সেন্সর ও ইয়ারপিসের জায়গা করার জন্য অ্যাপল একটু অংশ বাদ রেখেছিল, যা ‘নচ’ হিসেবে পরিচিত।

পরবর্তীতে প্রায় সকল অ্যান্ড্রয়েড নির্মাতারাই নচযুক্ত ডিসপ্লে দিয়ে ফোন তৈরি করতে শুরু করেছে। গুগলও সরাসরি অ্যান্ড্রয়েড পি সংস্করণে নচের জন্য সাপোর্ট যুক্ত করেছে। এমনকি বলা হচ্ছে, পিক্সেল ৩ ফোনেও নচ যুক্ত করা হচ্ছে।

Shahrear.ns:
Thanks for sharing

parvez.te:
good

Navigation

[0] Message Index

Go to full version