Faculty of Science and Information Technology > Science and Information

ফেসবুকের বিরুদ্ধে এবার ব্ল্যাকবেরির মামলা

(1/1)

safayet:
বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেধাস্বত্ব নিয়ে দ্বন্দ্ব খুবই সাধারণ ঘটনা। এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিজেদের পেটেন্ট কপি করার জন্য মামলা করে থাকে।

এবার এমন এক মামলা করল একসময়ের হার্ডওয়্যার নির্মাতা শীর্ষ প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। আর মামলাটি করা হয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের বিরুদ্ধে।

৬ মার্চ, মঙ্গলবার ব্ল্যাকবেরি ক্যালিফোর্নিয়ায় এই মামলা দায়ের করে।

ব্ল্যাকবেরি মামলায় বলছে, ফেসবুক ও এর অধীনস্থ প্রতিষ্ঠান ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইনস্ট্যান্ট মেসেজিংয়ের অনেক পেটেন্ট ব্ল্যাকবেরির যা অনুমতি না নিয়েই ব্যবহার করছে ফেসবুক। আর এর জন্য কোনো অর্থও পরিশোধ করা হচ্ছে না।

মামলায় আরও অভিযোগ করা হয়, নিরাপত্তা, ইউজার ইন্টারফেস ও বিভিন্ন ফিচার তৈরিতে ব্ল্যাকবেরির পণ্য কাজে লাগিয়ে ব্যবসা করছে ফেসবুক।

ফেসবুকের বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের মামলা এই প্রথম নয়। এর আগে ২০১২ সালে ফেসবুকের বিরুদ্ধে পেটেন্ট ভঙ্গের মামলা করেছিল ইন্টারনেট প্রতিষ্ঠান ইয়াহু।

ব্ল্যাকবেরি এক বিবৃতিতে বলেছে, ‘ফেসবুক যে আমাদের পেটেন্ট ভেঙেছে, তার জোর দাবি করতে পারি। কয়েক বছর ধরে আলোচনার পর আমাদের আইনি পথে যেতেই হচ্ছে।’ 

Shahrear.ns:
Thanks for sharing

Navigation

[0] Message Index

Go to full version