Faculty of Science and Information Technology > Science and Information

শুধু যোগাযোগের জন্যই যে ফোন!!!!

(1/1)

safayet:
মোবাইল ফোন মূলত যোগাযোগের জন্য হলেও বর্তমান সময়ের মোবাইল ডিভাইস দিয়ে হেন কোনো কাজ নেই যা করা যায় না।

অবসরে গেমিং থেকে শুরু করে মিউজিক ও অন্যান্য অনেক ফিচারে ভরপুর থাকে ফোন। তবে এমন সময় ইন্ডিগোগো স্টার্টআপ এমন এক ফোন নিয়ে আসার পরিকল্পনা করছে যা দিয়ে কেবল বেসিক কল করা ও টেক্সট মেসেজ পাঠানো যাবে। ফোনটি এখনো ডেভলপমেন্ট পর্যায়ে রয়েছে। যদি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়া যায় তাহলে ফোনটি বাজারে আসবে।

‘লাইট ফোন’ নামের এই ফোনে কল করার সুবিধা আছে এবং ৯টি পর্যন্ত নম্বর কন্টাক্টে সংরক্ষণ করে রাখা যাবে। এই ফোন প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রজন্মের ফোন। অর্থাৎ এর আগে লাইট ফোন ১ এনেছিল প্রতিষ্ঠানটি। আর নতুন এই ফোনে আগের ফোনের চেয়ে নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে।

ম্যাট ফিনিশ এই ফোনে আছে বড় ই-লিংক ডিসপ্লে। প্রতিষ্ঠানের দাবি, এই ই-লিংক ডিসপ্লেতে অনেক ভালো ব্রাইটনেস পাওয়া যাবে। তবে ফোনটি টাচস্ক্রিন নয়, ফোনে দুটি নেভিগেশন বাটন রয়েছে। আর সংক্ষিপ্ত টেক্সট মেসেজ পাঠানোর জন্য ফোনে  ফোরজি এলটিই সংযোগ সমর্থন করবে।

Shahrear.ns:
Thanks for sharing

Navigation

[0] Message Index

Go to full version