Faculty of Engineering > Textile Engineering
Who is responsible? Our education or politics?
(1/1)
Reza.:
ছোটবেলায় গালে হাত দিয়ে ভাবতে খুব ভাল লাগতো। আমার বাবা তা দেখা মাত্র গালে হাত দিতে মানা করতেন। যত টুকু মনে পড়ে আমাকে তার বড়জোর দুই কি তিন বার এইটা বলতে হয়েছিল। বহুদিন হয়ে গেছে। এখনও মনের ভুলে গালে হাত দিলেও আমার বাবার কথা মনে পড়ার সাথে সাথে হাত গাল থেকে সরিয়ে নেই।
ভাবতেছিলাম পরিবার, সমাজ ও দেশের ক্ষেত্রে শিক্ষার ভুমিকা। আমরা সারাদিন রাজনীতি নিয়ে খুব বেশী উদ্বেলিত থাকি। অথচ আমার মতে রাজনীতি কোন দেশের উন্নতি ঘটাতে পারেনি। ঘটালেও প্রথমে তাদের শিক্ষিত হতে হয়েছে। আমরা একটি শিক্ষিত দেশও দেখি না যাদের দেশে সুশাসন নাই। গুগুলে দেখতেছি সব থেকে শিক্ষিত দেশের তালিকায় আছে কানাডা, জাপান, কোরিয়া, ইউ কে, ইউ এস এ এই দেশ গুলো।
রাজনীতি আমাদের উন্নয়ন ঘটায় না। আমরা যে লেভেলে আছি সেই লেভেলেই থাকি। রাজনীতি হল দেশের দৈনন্দিন কাজের সুষম ভাবে সম্পাদন করার সিস্টেম। অপরপক্ষে শিক্ষা আমাদের জীবনের তথা দেশের লেভেলের উন্নয়ন ঘটায়। অপরপক্ষে অনেক ক্ষেত্রে রাজনীতি একটি দেশের ধ্বংসেরও কারণ হয়ে যেতে পারে। শিক্ষিত লোকেরা যখন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয় তখনই একটি দেশের ধ্বংস শুরু হয়। আবার একটি দেশকে ধ্বংস করতে হলে সবার আগে তাদের শিক্ষা ব্যাবস্থাকে ধ্বংস করতে হয়। আমাদের দেশে একটা সময় ছিল যখন কেবল মাত্র বিবেকবান শিক্ষিত ও সৎ মানুষেরা রাজনীতিতে আসত। এখন সময় অনেক বদলে গেছে। আর আমাদের ভোগান্তিও শুরু হয়ে গেছে।
রাজনীতি নিয়ে মাতামাতি করার আগে আমরা যদি নিজেদের ও নিজের পরিবারের শিক্ষা নিয়ে ভাবি তাহলে অনেক ভাল কাজ হবে। এছাড়াও আমরা যতদিন অন্যান্য যে কোন পেশাজীবীদের থেকে শিক্ষকের গুরুত্ব বুঝতে পারবো না ততদিন আমরা কেবল মাত্র রাজনীতিকে দোষারোপ করে যাব।
(আমার ফেসবুক পোস্ট থেকে।)
Kazi Rezwan Hossain:
Both are responsible..
Reza.:
We can not blame anyone for his ignorance.
Navigation
[0] Message Index
Go to full version