IT Help Desk > Open Source Forum

Please read (পিল্জ পরুন)

(1/2) > >>

tanvir_hasnat:
এসে গেলো আমাদের মাতৃভাষার মাস ফেব্রুয়ারি ।এই মাসের ২১ তারিখে বাঙালি এমন এক ইতিহাস সৃষ্টি করলো যা আজ পর্যন্ত দুনিয়ার অন্য কোনো জাতি ছাড়িয়ে যেতে পারলো না।মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের দাবিতে বাঙালি তরুণরা জীবন উৎসর্গ করলো পাকিস্থানি পুলিশের গুলিতে ।তারা শহীদ হয়েও অমর হয়ে থাকলো আমাদের স্মৃতিতে।

মাতৃভাষার মর্যাদার জন্য যারা শহীদ হয়েছিলেন ৫৪ বছর আগে আমরা তাদের কখনো ভুলবো না।ভাইয়ের রক্তে রঞ্জিত একুশে ফেব্রুয়ারি আমরা কি করে ভুলবো!

একুশে ফেব্রুয়ারি এখন আর শুধু বাঙালির মাতৃভাষা দিবসই নয়, বাঙালির গৌরবগাথা আজ বিশ্বের সম্পদ।আজ একুশে ফেব্রচ্ছারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে।ইউনেস্কো বাংলার একুশে ফেব্রুয়ারির চেতনাকে সারা বিশ্বের চেতনায় রূপান্তরিত করার এই মহৎ উদ্যোগটি বাস্থবায়ন করে বাংলার হৃদয় জয় করেছে।

ফেব্রুয়ারি মাস এলেই আমাদের আবেগ যেন বাঁধ মানে না।বাংলা একাডেমীর আয়োজনে মাসব্যাপী বইমেলা ছাড়াও একুশে ফেব্রুয়ারিকে ঘিরে আমাদের কতো যে আয়োজন তা লিখে শেষ করা যায় না।

এখনো একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে আমরা অনেকেই নগ্নপদে পথ চলি, কণ্ঠে থাকে_ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি!

তাই আমি সবাইকে অনুরোধ করব মাতৃভাষাকে সন্মন করে এই মাসটা আমরা সব বাংলায় লেখব।
বাংলা লেখার জন্য এই লিকং এ গিয়ে সফটওয়্যারটা ডাইনলোড করে ইন্সটল করুন।
http://www.omicronlab.com/download/setup_avrokeyboard_4.5.1.exe

to see any problem of bangla please contract me
tanvir_hasnat@diu.edu.bd

mir:
Dear Administrator,

I differ with this idea of respecting our language by writing Bangla all the month long. Rather we should try to explore our culture and heritage to the international world by practicing and communicating international language to let them know about our language movement all the month long. I request not to stop international language practice in the name of the month February! This is another catalyst for our students to escape English learning at least for one month! So let's promote English as much as possible!

Thanking,

Masud Ibn Rahman

sumit:
@tanvir_hasnat
 
    প্রথমেই আপনাকে ধন্যবাদ সুন্দর করে লিখার জন্য ।
 ভাষাশহীদদের  প্রতি স্বশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা
আমাদের গর্ব ২১শে ফেব্রুয়ারি ।তাদের আত্মত্যাগের বিনিময়ই আজকের বাংলাদেশ । তাদের এই গৌরবগাথা আজ শুধু বাংষাদেশের মধ্যেই সীমাবদ্দ্ধ নয়, পুরোবিশ্ব আজ ২১শে ফেবুয়ারিকে পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ।তাইতো সবার সাথে সুর আমিও বলতে চাই -আমরা তোমাদের ভুলব না..

 এবং এই কথাও বলতে চাই আমরা  নতুন প্রজন্মের মধ্যেও দেশপ্রেম কোন অংশে কম নেই ।এখনও যদি আমাদের ভাষার উপর কোন আঘাত আসে, আমরা এই প্রজন্ম তার মোকাবিলা করতে প্রস্তুত ।

  কিন্তু আমার মনে হচ্ছে আপনি দুটি বিষয়কে গুলিয়ে ফেলছেন ।ইংরেজি ভাষা চর্চা করা মানেই বাংলাকে অবমাননা করা নয় ।বাংলাকে তার যথাযোগ্য মর্যাদায় রেখে ইংরিজি বা অন্য ভাষা চর্চায় আমি দোষের কিছু দেখি না ।অন্য ভাসায় পারদশীতাকে ছোট করে দেখার কোন সুয়োগ নেই ।
   
 সেই জন্যই আমি এই ফোরামে একটা বাংলা সেকসন করার জন্য অনুরোধ করেছি এবং অথরিটিও এ ব্যপারে পজিটিভ ।তখন শুধু ১ মাস কেন? ১২ মাসই বাংলায় লিখব,বলব,গাইবো.....
   
     আর  আমাদের বিশাববিদ্যালযের পড়াশুনার মিডিয়াম হচ্ছে ইংরেজি ।তাই এখানে ইংরেজি প্রধান্য পাবে এটাই তো স্বভাবিক ।তাই ১মাস ইংরেজি চর্চা বন্ধ করা মানে নিজেকে ইংরেজি থেকে ১মাস পিছিয়ে রাখা ছাড়া আর কিছুই না ।
 তাই আর কোন কনফিউসন নয়,চলুন আমরা বাংলাকে তার যথাযোগ্য মর্যাদায় রেখে বাংলার পাশপাশি ইংরেজিতেও সমান পারদর্শীতা অর্জন করি ।
 
অ.ট. আমার কথায় কেউ কস্ট পেলে দু:খিত ।আর কোন জায়গায় দ্বিমত থাকলে জানাতে পারেন ।
  ধন্যবাদ

‌‌‌‍‍‍~~~~বাংলা আমার গর্ব,বাংলা আমার মা,
                   আমি বাংলাকে ভালোবাসি
   

admin:
স্বাগতম ড্যাফোডিল আন্তর্যাতিক বিশ্যবিদ্যালয় ফোরামের বাংলা সেকশনে। বাংলা আমাদের মাতৃ ভাষা। আমরা সবাই বাংলা ভালোবাসি। তাই শুরু হোক বাংলাতে অনুভূতি ভাগ করা। সুমিতের সাথে আমি একমত। আসুন আমরা গড়ে তুলি বাংলা ফোরাম। ইতিমধ্যে আমি কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছি। আশা করি কতৃপক্ষ দ্রুত আশানূরুপ ব্যাবস্থা গ্রহন করবেন।

tanvir_hasnat:
সবাইকে ধ্যনবাদ
বাংলা ভাষাকে  মর্যাদা দেওয়ার জন্য

বাংলা আমাদের মাতৃ ভাষা। আমরা সবাই বাংলা ভালোবাসি।
সালাম, বরকত, রফিক, জব্বার এ রকম আরো অনেকের বিনিময়ে অর্জন করতে পেরেছি আমাদের মাতৃভাষা বাংলা। যার জন্য ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষনা করা হয়েছে।

UGC এই ৮টা ইউনিভার্সিটিকে ভাল বলেছে এবং আমরাই প্রথম forum চালু করেছি।

American Independent University of Bangladesh International University
BRAC University
Daffodil International University
East-West University
Independent University of Bangladesh
International Islamic University Chittagong
North South University
Stamford University
University of Development Alternatives


"আসুন আমরা গড়ে তুলি বাংলা ফোরাম"

এই শ্লোগানকে সামনে রেখে আমি চাই forum নতুন করে একটা জায়গা তৈরী হোক যেটার টাইটেল হবে বাংলা বর্ণনা হবে বাংলা এবং সবাই লেখবে বাংলাতে।

এবং আরো ভাল হয় যদি আমরা এটাকে ২১শে ফেব্রুয়ারিতে চালু করতে পারি।

আমি এজন্য forum এর সবাইকে অনুরোধ করব মতামত দেওয়ার জন্য।

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version