IT Help Desk > Telecom Forum

এয়ারটেলের নতুন অফার ‘সং ক্যাচার

(1/1)

Golam Kibria:
এয়ারটেলের নতুন অফার ‘সং ক্যাচার’

 বাংলাদেশে মোবইল নেটওয়ার্ক কোম্পানি এয়ারটেল তার গ্রাহকদের সুবিধার জন্য ‘সং ক্যাচার’ নামে একটি নতুন অফার নিয়ে এসেছে।

এ অফারের মাধ্যমে এখন থেকে এয়ারটেল গ্রাহকরা যেকোনো গান শোনার সময় নিজের পছন্দের গানটি কলার টিউন হিসেবে সেট করতে পারবেন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ারটেল গ্রাহকেরা যেকোনো অক্সিলারি সিস্টেম, যেমন- টিভি, রেডিও কিংবা মিউজিক সিস্টেম থেকে গান শোনার সময় খুব সহজেই তাদের প্রিয় গানটি কপি করতে পারবেন।

গানটি কপি করার জন্য ৭৮৮৯৯ নম্বরে ডায়াল করে মোবাইল ফোনটি অক্সিলারি সিস্টেমের সামনে নিতে হবে। গানটির সুর একবার গ্রহণ করা হয়ে গেলেই কলটি স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে।

সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে গানটির বিস্তারিত জানিয়ে একটি এসএমএস করা হবে যদি গৃহীত গানটি ডাটাবেসে থাকে।

এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস টবিট সার্ভিস সর্ম্পকে বলেন, ‘মোবাইল ফোন বর্তমানে বিনোদনের সবচেয়ে জনপ্রিয় উৎস হয়ে উঠেছে। ব্যবহারকারীরা তাদের প্রিয় শিল্পীর গান এখন মোবাইল ফোনেই শুনতে পারছে এবং ব্যাপারটি বেশ অভিনব।’

এয়ারটেল সবসময় তরুণদের জন্য সেবা প্রদান করার কথা চিন্তা করে এবং তরুণসহ পুরো দেশের মানুষ গান শুনতে ভালোবাসে। তবে এখন সবাই বিভিন্ন ধরনের গান শোনার পাশাপাশি  গানগুলো পেতে চায় সহজে এবং খুব কম সময়ে।

তিনি আরও জানান, ‘সং ক্যাচার’ সার্ভিসটি সেই চাহিদা মেটাতে সক্ষম। বাংলাদেশের মানুষ গান শুনতে ভালোবাসে আর এয়ারটেল সবার কাছে তাদের প্রিয় গানগুলো পৌঁছে দিতে চায় খুব সহজে।

Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=289f1fdbc8cffd221664863cc3adc5d8&nttl=2011092605520159762&toppos=4

Sultan Mahmud Sujon:
go ahead

Navigation

[0] Message Index

Go to full version