Faculty of Science and Information Technology > Science and Information
ড্রোন জাম্পিং ব্যাকপ্যাক
(1/1)
afrin.ns:
লাফ দিয়ে আকাশে কিছুক্ষণ ভেসে বেড়ানোর জন্য নতুন ড্রোন ব্যাকপ্যাক বানিয়েছে জাপানের লুনাভিটি নামের একটি শিক্ষার্থী দল।
বর্তমানে ফ্ল্যাইং ট্যাক্সি নিয়ে কাজ করছে বিশ্বের শীর্ষস্থানীয় বেশ কিছু প্রতিষ্ঠান। পুরোদমে আকাশে ওড়া নয়, কিন্তু আকাশে ওড়ার কিছুটা অনুভূতি দিতে নতুন ব্যাকপ্যাকটি তৈরি করেছে লুনাভিটি খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির।
নতুন এই ব্যাকপ্যাকটি তৈরি করেছে ইউনিভার্সিটি অফ টোকিও’র একদল শিক্ষার্থী। নিম্নমুখী কয়েকটি রোটর ব্যবহার করা হয়েছে এতে। রোটরগুলোর শক্তিশালী ধাক্কায় অনেকটা উঁচুতে লাফ দেয়া যায়, যা মানুষের ক্ষমতার থেকে অনেক বেশি। এর মাধ্যমে চাঁদে হাঁটার মতো অভিজ্ঞতা পেতে পারেন গ্রাহক।
রাস্তায় লাফানো এবং হুইলচেয়ারের পরিবর্তে এই ড্রোন ব্যাকপ্যাকটি ব্যবহার করা যেতে পারে। আরও বাস্তবিক অর্থে মজার জন্য বাস্কেটবল খেলায় এটি ব্যবহার করা যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন এই ব্যাকপ্যাকটি বিক্রির জন্য বাজারে আনা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। টেকশহর।
Navigation
[0] Message Index
Go to full version