Faculty of Science and Information Technology > Science and Information

মানুষের ফুসফুস দুর্বল করে দিচ্ছে পরিচ্ছন্নতার যন্ত্রপাতি

(1/1)

afrin.ns:
বাসাবাড়ি পরিচ্ছন্ন করতে সবাই বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করেন। কিন্তু নিয়মিতভাবে এসব পণ্য ব্যবহার করলে মানুষের ফুসফুস দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

নরওয়ের বার্জেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্রায় ছয় হাজার মানুষের ওপর একটি জরিপ চালিয়ে এসব তথ্য দিয়েছেন। তারা বলেন, আসবাবপত্র পরিষ্কারে মেয়েরা এসব য্ন্ত্র বেশি ব্যবহার করে বলে তারা পুরুষদের তুলনায় বেশি আক্রান্ত হন।

বিজ্ঞানীরা বলেন, বাসাবাড়ি পরিষ্কার করতে যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, তা অপ্রয়োজনীয়। এ জন্য সুক্ষ্ম সুতা দিয়ে সেলাই করা কাপড় ও পানি যথেষ্ট। সেখানে আমাদের রাসায়নিক পদার্থ ব্যবহার করা অনুচিত।

যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা বলেন, লোকজনের উচিত তাদের বাসাবাড়িতে যেন যথেষ্ট বাতাস ঢুকতে পারে সেই ব্যবস্থা করা। স্প্রের বদলে তরল পদার্থ দিয়ে পরিষ্কার করা। এতে কিছুটা উপকার পাওয়া যাবে।

গবেষক দলটি ইউরোপীয় কমিউনিটি রেসপাইরেটরি হেলথ সার্ভে থেকে তথ্য নেন। আগের জরিপগুলোতে দেখা গেছে, পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত উপাদানগুলো ব্যবহারে স্বল্প মেয়াদি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বিশেষ করে রাসায়নিক পদার্থগুলো মানুষের অ্যাজমা সমস্যা তৈরি করে।

কিন্তু এই জরিপটিতে দেখা গেছে, এসব পদার্থ মানুষের শরীরের দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি করে। আধ্যাপক সিসিল স্ভানেস বলেন, এসব রাসায়নিক পদার্থ পরিবেশ দূষণ করে। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ফুসফুসের কার্যক্রম দুর্বল করে দেয়।

parvez.te:
good

Navigation

[0] Message Index

Go to full version