নজরুল স্মৃতিকেন্দ্র, দারোগা বাড়ী, কাজীর শিমলা, ত্রিশাল, ময়মনসিংহ

Author Topic: নজরুল স্মৃতিকেন্দ্র, দারোগা বাড়ী, কাজীর শিমলা, ত্রিশাল, ময়মনসিংহ  (Read 889 times)

Offline khyrul

  • Full Member
  • ***
  • Posts: 138
  • Test
    • View Profile
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশালের কাজির শিমলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছে নজরুল স্মৃতিকেন্দ্র । নজরুল ইনস্টিটিউটের অধীন স্মৃতিকেন্দ্র ২০০৮ সালে উদ্বোধন করা হয়। স্মৃতিকেন্দ্র  রয়েছে জাতীয় কবির ব্যবহার্য্য জিনিসপত্র, হসতলিপির প্রতিলিপি, ফটোগ্রাফা, কবির স্লেহধন্য ও সমকালীন  শিল্পীদের গাওয়া নজরুল সংগীতের অডিও সিডি, অডিও ও ভিসিডি ক্যাসেট। তাছাড়াও রয়েছে নজরুল রচনাবলী, রবীন্দ্র রচনাবলীসহ বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক-কবিদের রচনাবলীসহ জীবনী গ্রন্থমালা। এ ধরণের প্রায় ৭ হাজার গ্রন্থমালা দিয়ে সজ্জিত স্মৃতিকেন্দ্র পাঠকক্ষ। আরও রয়েছে ২০০ আসন বিশিষ্ট মিলনায়তন, দু’টি গেস্টরুম। মিলনায়তন ও সেমিনার কক্ষে নিয়মিত সৃজনশীল অনুষ্ঠানাদি ও সেমিনার (নির্ধারিত ভাড়ার বিনিময়ে) অনুষ্ঠিত হয়। সরকারী পর্যায়ে স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি বছর স্মৃতিকেন্দ্রে জাতীয় পর্যায়ে  নজরুল জন্মবার্ষিকী উদযাপিত হয়। তাছাড়াও ময়মনসিংহ শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এ স্থানে প্রতিমাসে একটি করে সেমিনারের আয়োজন করে থাকে । উল্লেখ্য, নজরুল স্মৃতিকেন্দ্রকে ২০০৩ সালের জানুয়ারী মাস থেকে পর্যটনের আওতায় আনা হয়। বর্তমানে প্রায় প্রতিদিনই দেশী-বিদেশী অসংখ্য নজরুল অনুরাগঢ স্মৃতিকেন্দ্রঢি দেখতে আসেন ।

কিভাবে যাওয়া যায়: ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল ও সদরের সীমান্তে কাজীর শিমলা নামক স্থান হতে মাত্র ১.৫ কিঃমিঃ পশ্চিমে নজরুল স্মৃতিকেন্দ্র, দারোগা বাড়ী, কাজীর শিমলা, ত্রিশাল, ময়মনসিংহ অবস্থিত।


(সূত্র: নিজ ভ্রমনের অভিজ্ঞতা ও ইন্টারনেট)