Faculty of Science and Information Technology > Environmental Science and Disaster Management
Sahara is growing
(1/1)
rumman:
বিশ্বের ক্রমবর্ধমান তাপমাত্রার নেতিবাচক প্রভাব কতভাবে কত কিছুর ওপরই যে পড়ছে, তা নির্ণয় করতে গিয়ে বিজ্ঞানীদের একরকম হিমশিম খেতে হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি থেকে শুরু করে প্রাণিকুলের অনেক সদস্যই বিলুপ্ত হয়ে গেছে, কেউ কেউ আবার বিলুপ্তির পথে। এর মধ্যে আবার এক দল গবেষক জানালেন, বিশ্ব উষ্ণায়নের কোপ পড়েছে সাহারা মরভূমির ওপরও।
গবেষকরা চুলচেরা হিসাব করে দেখেছেন, জলবায়ু পরিবর্তনের জেরে ১৯২০ সাল থেকে গত ৯৩ বছরে সাহারা মরভূমির ১০ শতাংশ বিস্তার ঘটেছে। আর পুরোটাই হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করা না গেলে এই বিস্তার অব্যাহত থাকবে বলে সতর্ক করে দিয়েছেন গবেষকরা।
সম্প্রতি ‘জার্নাল অব ক্লাইমেট চেইঞ্জ’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, কেবল সাহারা নয়, পৃথিবীর অন্যান্য মরুভূমিরও বিস্তার ঘটে চলেছে। গবেষকদলের অন্যতম সদস্য ও সমুদ্রবিষয়ক বিজ্ঞানী সুমন্ত নিগম বলছেন, ‘আমাদের গবেষণার ফল পুরোটাই সাহারাভিত্তিক। তবে অন্যান্য মরুভূমির ক্ষেত্রেও হয়তো একই ঘটনা ঘটেছে।’ আফ্রিকায় ১৯২০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বিশ্লেষণ করে দেখা গেছে, ওই সময়সীমায় বৃষ্টিপাত ক্রমাগত কমেছে এবং সাহারা মরুভূমির ১০ শতাংশ বিস্তার ঘটেছে।
Source: কালের কণ্ঠ ডেস্ক ৩ এপ্রিল, ২০১৮
azharul.esdm:
Interesting information.
Navigation
[0] Message Index
Go to full version